Header Ads

প্রধানমন্ত্রী পুজোর আগে সুখবর দিলেন

 


বিশেষ প্রতিনিধি, কলকাতা : পুজোর আগে প্রধানমন্ত্রী সুখবর শোনালেন দুটি ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায় এবং একটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভোটের সময় বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় ত্রাণ সাহায্যের মতো করোনা সংক্রমণের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে বন্টন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, মাসের মধ্যে কোরোনা ভ্যাকসিন হাতে চলে আসবে।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লক্ষ ছাড়িয়ে গেছে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৯৯৮ জনের। পশ্চিমবঙ্গে লক্ষ ১৭ হাজার ৫৩ জন আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৫৯৯২ জনের। কো মর্বি ডিটির কারণে মৃত্যু হয়েছে ৫০৭২ জনের। দেশে সুস্থতার হার ৮৮ শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ অন্যতম প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানান, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল কি আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.