Header Ads

একল অভিযানের সপ্ত দিবসীয় প্রশিক্ষণ শিবিরের উদঘাটন বিহাড়ায়

নয়াঠাহর প্রতিবেদন,বিহাড়াঃ একল অভিযান বড়খলা সঞ্চের অন্তর্গত বিহাড়া চানমারি টিলা কালী মন্দিরে সপ্ত দিবসীয় এক অনাবাসী আচার্য প্রশিক্ষণ বর্গের উদঘাটন হয় বৃহস্পতিবার। এদিনের অনুষ্ঠানের শুরুতে সরস্বতী বন্দনা, রাম ভজন ও গায়ত্রী মন্ত্র পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতি পশ্চিম কাছাড় জেলার জেলা প্রচারিকা গায়ন্তী কৈরী। তিনি বর্তমান করোণা কালে সবাইকে উপযুক্ত স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন। ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলে শিক্ষার প্রসারে একল অভিযানের কথা তোলে ধরেন তিনি। এদিন এক ভিডিও বার্তার মাধ্যমে আচার্যদের সাথে মত বিনিময় করেন বরাক উপত্যকায় একল অভিযানের পুরোধা বলে খ্যাত দিলীপ কুমার। তিনি আচার্যদের অভিবাদন জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পম্পি ঘোষ। সপ্ত দিবসীয় এই অভ্যাস বর্গে বিহাড়া, চন্দ্রনাথপুর ও জারইলতা থেকে আগত প্রশিক্ষার্থীরা অংশ নেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমালী শুক্লবৈদ্য, ভাস্কর সূত্রধর, মিঠু দে প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.