Header Ads

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিস্ফোরক অভিযোগ, কোনো প্রতিবাদ নেই কেন?

 


কলকাতা, গুয়াহাটি : রাজ্যপাল জগদীপ ধনখরের বিস্ফোরক অভিযোগকে পশ্চিমবঙ্গের সরকার উড়িয়ে দিলেও পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, মহিলাদের নিরাপত্তা নেই। রাজ্যের সংবাবিধানিক প্রধান ধনখর অভিযোগ করেছেন শুধু আগস্ট মাসে পশ্চিমবঙ্গে ২২৩টি ধর্ষণের ঘটনা আর ৬৩৯টি অপহরণের ঘটনা ঘটনা ঘটেছে বাংলাদেশে বিগত মাসে ৯৭৫টি ধর্ষণের ঘটনার কথা প্রকাশ পেয়েছে প্রতিবাদে ঢাকাতে বিশাল প্রতিবাদ মিছিল বেরিয়েছিল গত মঙ্গলবার। ধর্ষণ ও নিপীড়ণ বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভে সামিল হয়েছিল ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। আর পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, ছাত্র সমাজ এমন কি সংবাদ মাধ্যম উত্তর প্রদেশের হাত রাস নিয়ে সোচ্চার,  তৃণমূল সরকারের বিরুদ্ধে, লাগাতার ধর্ষণ, অপহরণের বিরুদ্ধে কোনো মিছিল করতে প্রতিবাদ করতে দেখা যায় না একমাত্র একা লড়ে যাচ্ছেন রাজ্যপাল। তিনি তথ্য সহ অভিযোগ করেছেন তার অভিযোগ অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় ধর্ষণ ও অপহরণের ঘটনায় এক নম্বরে শুধু আগস্ট মাসে ৫১টি ধর্ষণ ও ৭৫টি অপহরণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তারপর মালদহ জেলা সেখানে ২২টি ধর্ষণ, ৫৭টি অপহরণ, পশ্চিম মেদিনীপুর ধর্ষণ, ৬৯টি অপহরণ, পূর্ব মেদিনীপুর ধর্ষণ, ৭৭টি অপহরণ, কোচবিহারে টি ধর্ষণ, ২৯টি অপহরণ, জলপাইগুড়ি ২৬টি ধর্ষণ, ২৩টি অপহরণ,   নদীয়ায় ২৪টি ধর্ষণ, ৫৪টি অপহরণ, উত্তর ২৪পরগণায় ২১টি ধর্ষণ, ৪৯টি অপহরণ, দক্ষিণ ২৪পরগনা ১৮টি ধর্ষণ, ৬৮টি অপহরণ, হাওড়া টি ধর্ষণ, ১৩টি অপহরণ,  পূর্ব বীরভূমে ১০টি ধর্ষণ, ২৮টি অপহরণ, পশ্চিম বীরভূম টি ধর্ষণ, অপহরণ নেই, কালিঙপঙে ধর্ষণ অপহরণ নেই। রাজ্যপাল মাত্র এক মাসের তথ্য তুলে ধরেছেন সারা বছরের ধর্ষণের সংখ্যা কত হবে? পশ্চিমবঙ্গের মমতা সরকার এই তথ্য সম্পূর্ণ অসত্য, অসঙ্গতিপূর্ণ  বলে উড়িয়ে দিয়েছে। সরকারের অভিযোগ, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। তিনি হাতরস নিয়ে একটি শব্দ খরচ করেননি। কেন্দ্রিয় মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন, রাজ্যে ধর্ষণের সংখ্যা সীমাহীন বলে এন সি আর বি-র কাছে অপরাধের সংখ্যা তথ্য পাঠায়নি। পশ্চিমবঙ্গের অভিযোগ তারা তথ্য পাঠিয়ে ছিল তা নথিভুক্ত হয়নি। যে দেশে গড়ে প্রতিদিন ৮৮জন ধর্ষিত হয়সেই দেশের সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক, এন সি আর বি-র ২০১৯ সালের প্রতিবেদন বলছে, প্রতিদিন ৮৮জনকে ধর্ষণ করা হচ্ছে রাজস্থান এক নম্বরে, উত্তর প্রদেশ, মধ্যেপ্রদেশ, হরিয়ানা,  ছত্তিশগড়,  রাজ্যগুলোকে টেক্কা দেশের রাজধানী দিল্লি নগরী তার পিছনে জয়পুর কম যায় না। ২০১৯ সালে দেশে ৩২০৩৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিল্লিতে ২০১৯ সালে ১২৫৩টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। অসমের সংখ্যা তথ্য ও লজ্জা পাওয়ার মত,  লজ্জা ঢাকার জায়গা নেই। দেশবাসীর চরিত্র নেই,  উত্তরপ্রদেশের দলিত কন্যাকে ধর্ষণ করার পর এক দেশ সেবা করা টিভি চ্যানেল চিৎকার করে শুনিয়ে যাচ্ছে ধর্ষণ করা হয়নি সব কংগ্রেসের নাটক, দেশে মহিলাদের চরিত্র নিয়ে নাটক করছে এক শ্রেণীর চরিত্র হীন নেতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.