Header Ads

মুখ্যমন্ত্রী পুলিশ দিবসে কোভিড উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ বলেছেন, বর্তমানে অতিমারী জটিল পরিস্থিতিতে অসম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুলিশ বাহিনীর কর্তব্যনিষ্ঠা ও নির্ভিকতার প্রশংসা করে মুখ্যমন্ত্রী অসম পুলিশ দিবসে চিফ মিনিস্টার স্পেশাল সার্ভিসেস মডেল ফর আউট স্ট্যান্ডিং সার্ভিসেস ইন এ ক্রাই সিস সিচুয়েশন এবং স্টেট ডিজাস্টার রেসপন্স মেডেল নামে দুটি পুরস্কার দানের কথা আনুষ্ঠিকভাবে ঘোষণা করেন। এছাড়া, ওয়ান পোস্ট ওয়ান নম্বর নামে পুলিশের টেলিফোন ডারেক্টরী উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। তিনি আজ মাসব্যাপী সাইবার সুরক্ষা কর্মসূচির সূচনা করেন। পুলিশের রেশন ভাতা ১২০০ থেকে ২০০০ করা, পুলিশের স্বাস্থ্য পরীক্ষা সহ নানা কল্যাণমূলক কর্মসূচির কথা জানান। ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত, মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, অতিরিক্ত মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া, গৃহ বিভাগের কমিশনার সচিব জি ডি ত্রিপাঠি প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ দিবস উপলক্ষ্যে কাহিলিপাড়ার ফোর্থ অসম পুলিশ ব্যাটালিয়নের ময়দানে বর্ণময় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.