Header Ads

চলচ্চিত্রে বেটোফেন

বিশ্বদেব চট্টোপাধ্যায়

চারটি অস্কার জয়ী ছবি ‘দ্য কিংস স্পিচ’৷ ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের তোতলামি নিয়ে তৈরি হওয়া এই ছবিতে রাজার হতাশা ও দুঃখ ফুটিয়ে তুলতে ব্যবহৃত হয়েছে বেটোফেনের সপ্তম সিম্ফনি৷

১৯৫৮ সালের ক্যাট অন এ হট টিন রুফ ছবিতে অভিনয় করেছেন লিজ টেলর ও পল নিউম্যান৷ নাটকীয় এই চলচ্চিত্রে বেটোফেনের পঞ্চম সিম্ফনি ব্যবহার করা হয়েছে৷ অস্কারের চারটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল ছবিটি৷ ওয়াল্ট ডিজনির ১৯৪০ সালের ফ্যান্টাসিয়া মিউজিক্যাল অ্যানিমেটেড ছবিতে বেটোফেনের ষষ্ঠ সিম্ফনি ব্যবহৃত হয়েছে৷ ছবিতে দেখা গেছে, গ্রিক রূপকথার চরিত্র ফাউনুস, সেনটোর তাদের দেবতা বাখুসের সম্মানার্থে অনুষ্ঠানের আয়োজন করেছে৷ সেই পরিবেশের সঙ্গে মানানসই ছিল বেটোফেনের অমর সুর৷ মিউজিক্যাল মুভিতে বেটোফেনের যেমন উপস্থিতি ছিল, তেমনি সাই-ফাই মুভিতেও৷ এই যেমন ১৯৯৮ সালে মুক্তি পাওয়া স্টার ট্রেক সিরিজের নবম ছবিতে (স্টার ট্রেক: ইনসারেকশন) বেটোফেনের পিয়ানোর সুর ‘সোনাটা প্যাথেটিক’ ব্যবহৃত হয়েছে৷ ১৯৭১ সালের এ ক্লকওয়ার্ক অরেঞ্জ ছবির সংঘাতময় মুহূর্তগুলোতে বেটোফেনের নবম সিম্ফোনির ব্যবহার হয়েছে৷
১৯৯৮ সালের দ্য হর্স হুইসপারার ছবিটি বর্তমান তারকা অভিনেত্রী স্কারলেট জোহানসনের প্রথম দিককার ফিল্ম৷ এই চলচ্চিত্র জোহানসন ঘোড়ার চড়তে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হন৷ তার সেই সময়কার মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছে বেটোফেনের সৃষ্টি ‘সেলো সোনাটা নম্বর ১’ সুরটি৷
১৯ শতকের শেষ দিকে নিউ ইয়র্কের সম্ভ্রান্ত পরিবারগুলোর নীচু মানসিকতা তুলে ধরা হয়েছে ১৯৯৩ সালের এজ অফ ইনোসেন্স ছবিতে৷ বেটোফেনের ‘প্যাথেটিক’ সুরটিও সেখানে ব্যবহৃত হয়েছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.