Header Ads

কামাখ্যা মন্দিরের দ্বার খুলল, দর্শন নয়, শুধু মন্দির প্রদক্ষিণের অনুমতি


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দেশের তীর্থ চুরামনি বলে খ্যাত অসমের কামাখ্যা মন্দিরের দ্বার খুললো আজ। গুয়াহাটি মহানগরের  হাজার ফুট উচ্চতায় নীলাচল পাহাড়ে ব্রহ্মপুত্র নদের পাদদেশে মনোরম প্রাকৃতিক সবুজের কোলে অবস্থিত কামরূপ কামাখ্যা মন্দির প্রায় ৭ মাস থেকে বন্ধ। মারণ রোগ করোনা সংক্রমণের প্রেক্ষিতে দর্শনার্থীদের কোভিড প্রটোকল মেনে শুধু মন্দির প্রদক্ষিণের অনুমতি দেওয়া হয়েছে। ভতরে প্রবেশ করার অনুমতি এখনও দেওয়া হয়নি। এবার  দেশের মধ্যে অন্যতম বড় মেলা কামাখ্যা মন্দিরের অম্বুবাচি মেলা অনুষ্ঠিত হয়নি। দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তপ্রাণ মানুষ  কামাখ্যা দর্শন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.