কান্দিরাজ হাই স্কুল প্রাক্তন ছাত্র সংস্থার বার্ষিক সম্মেলন
কান্দিরাজ হাই স্কুল প্রাক্তন ছাত্র সংস্থার আবেদন,
আগামী নতুন ইংরাজি বর্ষের শুরুতে আমাদের বার্ষিক সম্মেলনের
একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সবটাই নির্ভর করছে আমরা কেমন থাকি তার ওপরে। সেই
উপলক্ষ্যে আমাদের সম্মিলনীর স্মারকগ্রন্থ প্রকাশ করার ভাবনা চিন্তা চলছে।
আমরা নানা ধরনের লেখা প্রকাশ করতে চাই। যেমন- ছোট গল্প : স্কুল ও কান্দি নিয়ে স্মৃতিচারণা।
কবিতা, ভ্রমণ কাহিনী, গল্প হলেও সত্যি।
কিছু নিয়ম কানুন :
১। লেখা যাবে ইংরাজি বাংলায় দু’ভাষাতেই। তবে ইংরেজি হরফে বাংলা নয়। বাংলা অক্ষরে লিখতে হবে।
২। যে কোনো লেখা ৬০০-৬৫০ বাক্যের মধ্যে সীমিত রাখতে হবে।
৩। ফটো গ্যালারী থাকবে। তারজন্য নীজের তোলা রঙীন কিংবা সাদা
কালো ছবি পাঠানো যাবে। বিচারকমন্ডলীর সিদ্ধান্তই পূর্ণ এবং চূড়ান্ত।
৪। প্রত্যেক সদস্যর সস্ত্রীক রঙীন ছবি অত্যাবশ্যক।
৫। লেখা ছবি সব ই-মেলের মাধ্যমে পাঠাতে হবে @
krhsalumni59@gmail.com
৬। পাঠানোর সময়সীমা ৩১/১০/২০২০
শেষদিন পর্যন্ত অপেক্ষা করবে/করবেন না। একান্ত অনুরোধ।
ধন্যবাদান্তে,
বিশু আচার্য্য ‘৬৫
প্রদীপ্ত সিংহ
কোন মন্তব্য নেই