Header Ads

অপরাধের স্বর্গে পরিণত রেল শহর বদরপুর 2020


অনিন্দ্য ভট্টাচার্য : রেল শহর বদরপুরে বাড়ছে অপরাধ। ক্রমশ অপরাধের স্বর্গরাজ্য হয়ে দাড়াচ্ছে এই রেল শহর। পুলিশের অভিযান অব্যাহত থাকলেও দুষ্কৃতীরা ও নতুন নতুন পন্থায় অপরাধ করছে। মাদক থেকে শুরু করে মহিলা সংক্রান্ত নানান অপরাধ দিনকে দিন বাড়ছে রেল শহরে শহরে। শহরে ড্রাগস-এর কারবার বন্ধ করতে বদরপুর পুলিশ বিভিন্ন  এলাকায় লাগাতার অভিযান চালালেও রোখা যায়নি এর রমরমা কারবার। কফ সিরাপ থেকে শুরু করে ঘুমের ওষুধ, ইয়াবা,লামা, ব্রাউন সুগার, হেরোইন বদরপুর শহরের বিভিন্ন প্রান্তে দেদার বিক্রি হচ্ছে। ভাঙ্গা, মকইভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় ড্রাগস-এর কারবার বন্ধ করতে লাগাতার অভিযান চালালেও সম্পূর্ণভাবে এই কারবার এখনো বন্ধ করা যায়নি। গ্রাম সহ শহরের তরুণ এবং যুবারা এই নেশায় আসক্ত হয়ে  অন্ধকার  ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলি বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখায় বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন শহরের বুদ্ধিজীবী মহল। মাঝেমধ্যেই বদরপুর পুলিশ  বিভিন্ন জায়গায় অভিযানে ব্রাউন সুগার হেরোইন গাঁজা ইয়াবা সহ বেশ কয়েকজন দুষ্কৃতী ধরা পড়ার পরেও এই কারবারিরা ভয় পায়নি। অব্যাহত রয়েছে শহরের এই নেশার কারবার। বাড়ছে শহর, বাড়ছে শহরের জনসংখ্যা । বদরপুরের  শহরবাসীর একাংশ মনে করছেন পুলিশের গোয়েন্দা বিভাগ এর দুর্বলতা শহরের অপরাধ বাড়ার পেছনে প্রধান কারণ। এই ড্রাগস-এর কারনেই এই শহরে সবচেয়ে বেশি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে । কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মোবাইল, গলার চেন ছিনতাইয়ের ঘটনায় সবচেয়ে বেশি ধরা পড়েছে ড্রাগস আসক্তরা। একদিকে ড্রাগস-এর অবাধ কারবার অপরদিকে বদরপুর শহরের বুকে চুরি ছিনতাই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.