Header Ads

নির্বাচনের আগে কল্পতরু সরকার

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : নির্বাচনের আগে সরকার কল্পতরু,  রাজ্যের এক লক্ষ  স্থানীয় খিলনজিয়া মানুষকে  জমির  পাট্টা  দেওয়ার  লক্ষ্যে কাজ শুরু  করলো সরকার।সোমবার  মুখ্যমন্ত্রী  অর্থ সহ অধিকাংশ মন্ত্রী জেলায় জেলায় গিয়ে  জমির পাট্টা বিলি করলেন।মুখ্য মন্ত্রী  সর্বানন্দ সনওয়াল    মাজুলিতে  ভূমিহীনদের পাট্টা বিলির সূচনা করেন। হিমন্ত বিশ্ব শর্মা জোরহাটে  এই কর্মসূচি শুরু করেন।  মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ক্রুটি যুক্ত এন আর সি  তালিকা মানবেন না। নতুন করে হবে।প্রসঙ্গত  তালিকায় প্রায় 10 লাখ সংখ্যা লঘু হিন্দু মুসলিম  সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে।   সরকার  এপর্যন্ত 80 জন সাংবাদিক কে মাসে 8হাজার টাকা করে পেনশন দিয়েছে  এবার রাজ্যের 20 জন সাংবাদিককে এককালীন 50 হাজার টাকা অনুদান দেওয়ার কথা ও  জানানো হয়েছে। এখন সরকারের লক্ষ্য বরাক উপত্যকা, সেখানে 40 লক্ষের বেশি বাংলাভাষী  হিন্দু মুসলিম ,তাদের খুশি করার জন্যে এবার  তাদেরও পাট্টা দেওয়া হয়। তবে  ডিটেনশন ক্যাম্পে  আটকবাংলা ভাষীদের ভাগ্য নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বলে ফেডারেশন এর অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। এই সরকারের আমলে 27 জন মারা গেছে। নির্বাচনে র আগে সরকার কিছু  একটা করবে, বাংলাভাষীয় মন ছোয়ার চেষ্টা করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.