Header Ads

পুলিশ বিভাগের দুর্নীতি বরাক উপত্যকাকেও স্পর্শ করল, প্রধান অভিযুক্ত প্রাক্তন ডিআইজি পি কে দত্ত বরাকেও দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন, অভিযোগ তাই

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে থাকেন এবার অসম পুলিশের সাব ইন্সপেক্টর পদে দুর্নীতি সব সীমা ছাড়িয়ে গেল বরাককেও স্পর্শ করলপ্রধান অভিযুক্ত প্রাক্তন ডি আই জি প্রশান্ত কুমার দত্তের টি হোটেল সহ বিশাল সম্পত্তি বরাক পর্যন্ত ছড়িয়েছে বরাকের উদারবন্দ এলাকায় ১৪০০ বিঘার চা বাগান, বিশাল প্রাসাদ গড়েছেন। কয়েকদিন আগেও সেখানে বাস করতেনবরাকের দূষিত রাজনৈতিক জগতের সঙ্গে এই দুর্নীতি জড়িয়েছে বলে অভিযোগ। গত ২০ সেপ্টেম্বরে অসম পুলিশের রিক্রুইটমেন্ট বোর্ডের এস আই পরীক্ষার একদিন আগে গুয়াহাটির সুন্দরপুরের এক ভাড়া ঘরে প্রায় ১০০জন পরীক্ষর্থী এই ইন্টারভিউয়ের মহড়াতে বসেছিল অসমের বাইরের প্রেসে ৯৪ হাজার প্রশ্নপত্র ছাপা হয়েছিল। ৬৬ হাজার ২৫৩ জনকে এডমিট কার্ড ইস্যু করা হয়েছিল এই প্রশ্ন পত্রগুলো অসম পুলিশের ১০ নম্বর ব্যাটালিয়নের হেফাজতে রাখা হয়েছিল। ১৮ সেপ্টেম্বর প্রতি জেলার পুলিশ সুপারের কাছে প্রশ্নপত্রগুলো পাঠানো হয় বলে সংবাদ সূত্রে জানা গেছে। অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং সি আই ডি যৌথভাবে তদন্ত চালাতে গিয়ে অনেক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে। প্রাক্তন ডি আই জি আগে থেকেই জমি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন বহু পুলিশ তার মাধ্যমে বশিষ্ট অঞ্চলে জমি কিনেছেন তার বাড়িতে রাত ভোর তল্লাশি চালাতে গিয়ে দুটি কাঠের আলমারি ভেঙে শতাধিক এডমিট কার্ড, হীরকজ্যোতি বরুয়ার এডমিট কার্ড পেয়েছে সেই প্রথম প্রশ্নপত্র ফাঁস করেছিলেন তার মোবাইল ফোনে প্রশ্নপত্র ফাঁস হয় দুর্নীতি সম্রাট প্রাক্তন ডি আই জি পি কে দত্ত বাড়ি থেকে কেজি সোনা, পিস্তল, ২৫ হাজার টাকা নগদ, বহু নথিপত্র, হার্ডডিস্ক, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। থ্যাংক ইউ হোটেলে চাকরির মহড়া চলছিল প্রাথীদের কাছ থেকে ১৪-১৫ লক্ষ টাকা আদায় করা হয়েছিল। হোটেলের তিন মালিক জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেচ বিভাগের যুগামী ব্রহ্ম, বহু টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ, কুশল দাস এই ষড়যন্ত্রের নায়কদের অন্যতম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মী সঞ্জীব শর্মা সহ পুলিশের কয়েকজন জড়িত বলে সি আই ডি তদন্তে জানা যাচ্ছে। বিজেপির যুব নেতা দিবন ডেকা এই দুর্নীতির সঙ্গে জড়িতসে তার ফেসবুকে কার্যত দুর্নীতি স্বীকার করে নিয়ে পদস্থ পুলিশ অফিসারদের দিকে আঙ্গুল তুলেছেন এমন কথাও লিখেছেন গুপ্ত হত্যার সঙ্গে জড়িত পুলিশ এই দুর্নীতিতে জড়িয়েছে তার জীবনের আশঙ্কা আছে বলে লুকিয়ে আছেন। তিনি বলেন, ২৪ বছর ধরে বিজেপি করে, সরকারের বিরুদ্ধে যেতেই পারে না। আজ নলবাড়ী থেকে দিবন ডেকার সঙ্গে সম্পর্ক থাকা নব নির্মাণ ভারত নামে এক এন জি ওর নেতা কুলদ্বীপ রাজবংশীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশকর্মী সঞ্জীব শর্মার হেফাজত থেকে ৩০টি এডমিট কার্ড, ৪৫টি নথি উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ কড়া অবস্থান গ্রহণ করেছেন। তিনি বলেছেন অপরাধী যত বড় হোক না কেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তিনি অসম পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে এই ইন্টারভিউ বাতিল করে প্রশ্নপত্র ফাঁস করাদের বিরুদ্ধে এফ আই আর করার নির্দেশ দিয়েছেন ডি জি পি ভাস্করজ্যোতি মহন্তকে নির্দেশ দিয়ে বলেছেন, কোনো অপরাধী যেন ছাড় না পায়। মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশ বিশ্বাস করতে পারছেন না বিরোধীরা কংগ্রেস দলের সভাপতি রিপুন বরা আরও গুরুতর অভিযোগ করে বলেন, আর এস এস কর্মীরা কেশব ভবন থেকে এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছে পুলিশ প্রশাসনে আর এস এস ক্যাডার ঢোকাতে চায় রকিবুল হোসেন এবং দেবব্রত শইকিয়াকে পাশে বসিয়ে রিপুন বরা অভিযোগ করেন, সি আই ডি অসম পুলিশের অংশ তাদের দিয়ে পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি জানান। এ আই ইউ ডি এফের মামুন ইমদাদুল হক চৌধরী, রফিকুল ইসলাম প্রমুখ এই দুর্নীতি সি বি আই তদন্তের দাবি জানান। বিজেপি সভাপতি রঞ্জিত দাস বলেন, বিজেপি কর্মী যদি জড়িত থাকে তবে তাকে আগে গ্রেফতার করতে হবে। আসু, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আজ বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে দুর্নীতির প্রতিবাদ করে। বিজেপি সরকারের আমলে বন, সেচ, বিদ্যুৎ, এপি এস সি বিভাগের ইন্টারভিউর ফলাফল আজও বেরোল না। সব ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি মুখ্যমন্ত্রীর নিজের বিভাগ গৃহ বিভাগের দুর্নীতির সব বিভাগকে টেক্কা দিয়েছে সৎ ভাবমূর্তির মুখ্যমন্ত্রী এত বিপদে এর আগে কোনো দিন পড়েননি। নির্বাচনের আগে এ এক বিরাট চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করেন, তা এক বড় প্রশ্ন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.