Header Ads

এনসিবি-র সমন মুম্বই ফিরলেন দীপিকা, সারা

 নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৪সেপ্টেম্বরঃ প্ৰয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চলছে। তবে তদন্তের মধ্যেই বলিউডে মাদক যোগের বহু তথ্য দিন কে দিন প্ৰকাশ্যে আসতে শুরু করেছে। তারই তল খুঁজতে বলিউড অভিনেত্ৰী দীপিকা পাদুকোন, অমৃতা-সইফ কন্যা সারা আলি খান, শক্তি কাপুর কন্যা শ্ৰদ্ধা কাপুরকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কনট্ৰোল ব্যুরো (এনসিবি)। বুধবারই মাদক যোগে সারা, দীপিকাকে সমন পাঠিয়েছে এনসিবি। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বই বিমানবন্দরে পা রাখেন সারা আলি খান। তাঁর সঙ্গে ছিলেন মা অমৃতা সিং। স্বামী রনবির সিং সমেত মুম্বই পৌঁছে গিয়েছেন দীপিকা পাদুকোনও। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
 শনিবার এনসিবির আধিকারিকদের প্ৰশ্নবানের মুখোমুখি হবেন দীপিকা পাদুকোন। শ্ৰদ্ধা এবং সারাকে শনিবার ডাকা হয়েছে।
এদিকে বলিউডে মাদক যোগে নাম জড়িয়েছে নামজাদা ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটার। প্ৰসঙ্গত, সুশান্তের অকাল মৃত্যুর রহস্যের কিনারা করতে গিয়ে একের পর এক জট সামনে আসছে। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে একেবারেই মুখে কুলুপ এঁটে রয়েছেন বলিউডের প্ৰথম সারির অভিনেতা শাহরুখ, সলমনের মতো অভিনেতারা। এই জল কোথায় গিয়ে দাঁড়ায় তা কেউ বলতে পারছে না।      


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.