আগস্টের তুলনায় সেপ্টেম্বরে করোনা সংক্রমণ কমেছে দাবি স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, অর্থোডক্স চা উৎপাদনে প্রতি কেজিতে ৭ টাকা ভর্তুকি দেবে সরকার
অমল গুপ্ত, গুয়াহাটি
বিটি সির সীমা পুনর্নির্ধারণ করে ৪০ থেকে ৬০ সদস্য, নির্বাচন ডিসেম্বরের আগে নয়, মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকবেন
আগামি ২৮,২৯,৩০ সেপ্টেম্বর তিন দিনে এক লক্ষ কোভিড টেস্ট করা
হবে। এপর্যন্ত ৩০ লক্ষ মানুষের কোভিড টেস্ট করা হয়েছে। আগস্ট
মাসের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। তবে মৃত্যুর হার খুব একটা কমেনি। আজ শিলচর যাওয়ার
আগে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান।
দুর্গাপুজোর আগে ঘরে ঘরে গিয়ে সজাগতা অভিযান চালানো হবে। প্রায় ৩০ হাজার আশাকর্মী
ঘরে ঘরে যাবেন। তাদের কাজের ভূয়সী প্রসংসা করেন মন্ত্রী। মৃতের
সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতায় আমি নেই বলে মন্তব্য করে হিমন্ত সাংসদ প্ৰদ্যুত বরদলৈয়ের
সমালোচনা করে বলেন, তিনি কোভিড নিয়ে সচেতনতা সৃষ্টি করেন, সংসদে তিনি অভিযোগ করেছেন সারা দেশে সংক্রমণের
হার, মৃতের হার বেশি থাকলেও অসমে কম কেন? এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি কিছুই
লুকোচ্ছেন না। তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের শারীরিক অবস্থা ভালো, আজ সকালে এইমসের
ডিরেক্টরের সঙ্গে এখানে ডাক্তারদের ভিডিও কনফারেন্স হয়েছে। সাংসদ পুত্র গৌরব
গগৈও উপস্থিত ছিলেন। আজ শিলচর যাচ্ছেন হিমন্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০টি অতিরিক্ত আই
সি ইউর শুভ সূচনা করবেন। শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের সঙ্গে বৈঠক হবে। সেখানে সাংসদ রায়ের সংসদে উত্থাপিত বিশেষ
স্বাস্থ্য প্রকল্প সি জি এইচ এস ও ই সি এইচ এস ইউনিট স্থাপন নিয়ে কথা হবে। সাংসদ
রায় রবিবার গভীর রাতে সংসদে জিরো আওয়ারে বাংলা ভাষণে এই ইউনিট স্থাপনের দাবি
জানান। তিনি বলেন, গুয়াহাটি, ডিব্রুগড়ে স্থাপিত হলেও শিলচরে হয়নি। অর্থ
বিভাগের মন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা আজ চা বাগানের মালিক গোষ্ঠীকে পুজোর
আগে ২০ শতাংশ বোনাস দেবার আর্জি জানিয়ে বলেন, সরকার তাদের এ টি সি-এর বাগানে ২০ শতাংশ বোনাস সরকার ঘোষণা করেছে। তিনি যে সব চা বাগান
মালিকগোষ্ঠী ব্যাংক থেকে ২০ লক্ষ পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটালের জন্যে ঋণ
নেবে তাদের ব্যাংক ঋণের ৩ শতাংশ সুদ সরকার
দিয়ে দেবে। চা বাগানগুলি যাতে সি টি সি-র বদলে অর্থোডক্স চা বেশি উৎপাদন করে তার
জন্যে প্রতি কেজি পিছু ৭ টাকা সরকার দেবে, টি বোর্ড এবং
সরকার মিলে প্রতি কেজিতে ১০ টাকা পর্যন্ত
পাবে। আন্তর্জাতিক বাজারে অর্থোডক্স চা বেশি রপ্তানি হয়। রাজ্য সরকারের এই ভর্তুকি
পেলে চা বাগানগুলো অর্থোডক্স চা উৎপাদনে বেশি উৎসাহ পাবে অসমের আর্থিক বিকাশ
ত্বরান্বিত হবে। এছাড়াও এই চা উৎপাদনে যারা নতুন মেশিন কিনবে তাদের ২৫ শতাংশ ক্যাপিটাল
সাবসিডি দেবে সরকার। এগ্রিকালচার রিটার্ন ট্যাক্স তিন বছর দিতে হবে না। এই ঘোষণা
করে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন এই ঘোষণা শুনে মালিক গোষ্ঠী এবার সকল শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেবে। তিনি পুলিশের রেশন
ভাতাও বাড়িয়ে দিলেন। আগে মাসে দেওয়া হত ১২০০ টাকা, এখন পাবে ২ হাজার টাকা করে। ফরেস্ট ব্যাটালিয়নের জওয়ানরাও
এই বর্ধিতহারে ভাতা পাবেন। বি টি সি নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মুখ্যমন্ত্রী ও তার আলোচনা প্রসঙ্গে
বলেন, এবার থেকে বিটিসি-র
বদলে নাম হবে বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন। চারটি জেলার সীমান্তবর্তী এলাকায় ৬০ শতাংশের বেশি বোরো জনগোষ্ঠীর মানুষ নিজেদের বি
টি আর এ অন্তর্ভুক্তের দাবি জানাতে পারে। অপরদিকে ৫০ শতাংশের বেশি অবড়ো গ্রামের মানুষ নিজেদের বি টি
আর-এর বাইরের এলাকাতে অর্ন্তভুক্তর দাবি জানাতে পারে। বি পি বার্মার নেতৃত্বে এক কমিটি
গঠন হবে। সরকারের পক্ষে রাজেশ প্রাসাদ এবং সংগঠনের তরফে
জয়ন্ত বসুমতারিকে কমিটির সদস্য মনোনীত করা হবে। রাজ্যপালের তরফে নোটিফিকেশন জারি
হবে এই কমিটির মেয়াদ ৬ মাস। তিনি বলেন, বি টি আর আইন সভায় বর্তমানে ৪০ জন সদস্য আছে, বাড়িয়ে ৬০ জন করা হবে। তিনি জানান, কোরোনা উদ্ভূত
পরিস্থিতিতে ডিসেম্বরের আগে নির্বাচনের সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী এব্যাপারে
সর্বদলীয় বৈঠক ডাকবে বলে হিমন্ত বিশ্ব শর্মা জানান।
কোন মন্তব্য নেই