Header Ads

চলে গেলেন কিংবদন্তি প্লে ব্যাক সিঙ্গার এস পি বালা সুব্ৰহ্মণ্যম

 
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৫ সেপ্টেম্বরঃ প্ৰয়াত কিংবদন্তি প্লে ব্যাক সিঙ্গার এস পি বালা সুব্ৰহ্মণ্যম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত ৫ আগস্ট তিনি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েন। তারপর থেকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। দীর্ঘ একমাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। গত ৮ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
 

 কিন্তু শ্বাস কষ্ট জনিত কারণে তাঁকে ভেন্টিলেটার থেকে বের করা হয়নি। বুধবার চেন্নাইয়ের হাসপাতালের বুলেটিনে জানানো হয় - গত ২৪ ঘন্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে সর্বোচ্চ লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্ৰবার দুপুর একটা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গোটা গংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। লতা মঙ্গেশকার, শ্ৰেয়া ঘোষাল, অক্ষয় কুমার, সলমান খান থেকে শুরু করে সিনে মহলের সকলেই টুইট বার্তায় শোক প্ৰকাশ করেছেন।    

১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘হাম আপ কে হ্যায় কৌন’ ছবিতে সলমন খানের গলায় গানগুলো গেয়েছিলেন এস পি বালা সুব্ৰহ্মণ্যম। তার আগে ‘সাজন’ ছবিতে ‘বহুত প্যার কর তে হ্যায়’. ‘তুমসে মিলনে কি তমন্না হ্যায়’, ‘পহলি বার মিলে হ্যায়’ গানগুলি খুব হিট হয়েছিল। সেই চিরসবুজ গানগুলোর মাধ্যমেই তিনি চিরদিন বেঁচে থাকবেন, এই কামনাই করছেন তাঁর ফ্যানরা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.