লালগণেশের মহামায়া মন্দিরে দুর্গাপূজা এবার কোভিড বিধি মেনে
নকুল রায়, গুয়াহাটিঃ প্রতিবারের মতো এবারও দূর্গা পূজা অনুষ্ঠিত হতে
চলেছে লালগণেশ ওদালবাক্রার মহামায়া মন্দিরে। মন্দিরে পূজা হবে স্থাপিত মূর্তি
দিয়েই। তবে করোনার সংক্রমণের ফলে প্রতিবারের মতো এবার আগের মতো আড়ম্বর থাকছে না। ডা০ মলয়কান্তি চক্রবর্তীর বাড়িতে স্থাপিত মহামায়া মন্দিরে এবার দুর্গোৎসব হবে
সমস্ত রকম সরকারি বিধি-নিয়ম মেনেই। তবে এবারের পুজোয় করোনার সংক্রমণের ফলে ভক্তদের
সমাবেশ তেমন না হলেও সবাই মায়ের আশীর্বাদ নিতে পারবেন শৃঙ্খলাবদ্ধভাবে সামাজিক
দূরত্ব বজায় রেখে। ভক্তদের প্রবেশ ও প্রস্থানের দুটি নির্দিষ্ট পথ থাকবে এবং এবারের পুজোয় শুকনো
প্রসাদ ছাড়া অন্য কোনও প্রসাদ বিতরণ করা হবে না। এক বিবৃ্তিতে পূজার সঞ্চালক
মানবেন্দ্র চক্রবর্তী জানিয়েছন, দূর্গাপূজা উপলক্ষ্যে ডা০ মলয়কান্তি চক্রবর্তী প্রতিদিন
১০ জন করে রোগীর হোমিও চিকিৎসা করছেন বিনামূল্যে। গত শনিবার থেকে এই দাতব্য চিকিৎসা
সেবা শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই