Header Ads

চলে গেলেন অসমের প্ৰথম ও একমাত্ৰ মহিলা মুখ্যমন্ত্ৰী সৈয়দা আনোয়ারা তৈমুর

 

ছবি, সৌঃ আন্তৰ্জাল

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৮ সেপ্টেম্বরঃ চলে গেলেন অসমের প্ৰথম মহিলা মুখ্যমন্ত্ৰী সৈয়দা আনোয়ারা তৈমুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অসুস্থতার কারণে গত ৪ বছর ধরে ছেলের সঙ্গে অস্ট্ৰেলিয়ায় ছিলেন তিনি। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আনোয়ারা ১৯৮০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৮১ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্ৰী পদে ছিলেন। আনোয়ারা অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির একজন সক্ৰিয় সদস্য ছিলেন। সে সময় রাজ্য সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজ্যে শোকের ছায়া বিরাজ করছে। 

চারবারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, রাজ্যের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিধানসভায় কংগ্রেসের দলপতি দেবব্রত শইকিয়া, বিজেপির প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমল, অগপ সভাপতি অতুল বরা, কংগ্রেসের অসম প্রদেশ সভাপতি রিপুন বরা সমেত বহু দল এবং সংগঠনের পদাধিকারী শোক প্ৰকাশ করেছেন। প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তাঁদের গভীর সমবেদনা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.