নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর:স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ
করিমগঞ্জের রামকৃষ্ণগরে এক হাজার আসনের এক প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন
করেন। আগামীকাল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে অতিরিক্ত ৪০টি আই সি ইউর
সূচনা করবেন। কালই গুয়াহাটি ফিরে আসার কথা আছে।
কোন মন্তব্য নেই