দুর্নীতির সম্রাট প্রাক্তন ডি আই জি দত্ত নেপালে গিয়ে গা ঢাকা দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : পুলিশের এস আই পদের ইন্টারভিউয়ের ব্যাপক
দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন ডি আই জি প্রশান্ত কুমার দত্তকে পুলিশ আজও
গ্রেফতার করতে পারেনি। সে শিলচর থেকে সোজা দিল্লি যান এবং সেখান থেকে
নেপালে গিয়ে গা ঢাকা দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তার গুয়াহাটি, ডিব্রুগড় শিলচর, দিল্লি প্রভৃতি জায়গাতে
প্রাসাদ, জমি, চা বাগান, হোটেল সহ কোটি
কোটি টাকার সীমাহীন সম্পত্তি আছে। প্রভাবশালী এই ব্যক্তি সরকারের নেতা মন্ত্রী,
দালাল, ঠিকাদার, সবার সঙ্গে মিলে মিশে কোটি কোটি টাকা বেনামে উপর্জ্জন
করছে। রাজ্য পুলিশের
একাংশ এই দুর্নীতিতে জড়িত তাই পি কে দত্তকে ধরা এত সহজ হবে না। আজ থেকে তার আগাম
জামিনের চেষ্টা শুরু হয়েছে। তার জামিনের ব্যবস্থা করা দেওয়ার আইন জীবর অভাব নেই,
কদিন লুকিয়ে থাকবে,
জামিন পাবেন, সব দুর্নীতি ধামা চাপা পড়ে যাবে। কংগ্রেস আমলে মানুষ
দেখেছে বিজেপি আমলে মানুষ দেখছে। অপরাধীর শাস্তি হয় না। এই আমলের দুর্নীতি
কংগ্রেস আমলকেও ছাড়িয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এই দুর্নীতির সঙ্গে এক বিদ্যালয়,
আপেলো হাসপাতাল, আমিনগাঁওয়ের সংকট মোচন আশ্রম, বিজেপির নেতাদের নাম জড়িয়েছে। এক অভিযুক্ত দিবন ডেকা তো চ্যালেঞ্জ ছুড়ে
দিয়েছেন। মুখ্যমন্ত্রীর গৃহ বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তবে সরকারের
ভাবমূর্তি বজায় থাকবে কি? ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও হবে। প্রভাবশালীরা
যথারীতি ছাড়া পেয়ে যাবে। গুয়াহাটি সার্কেল অফিস, কামরূপ মেট্রো ডিটিও কার্যালয়ের ব্যাপক দুর্নীতির
বাজার আরও ফুলে ফেঁপে উঠেছে। নিয়ন্ত্রণ করার ক্ষমতা
দিসপুরের নেই। জমি কেন্দ্রিক
দুর্নীতির সম্রাট পি কে দত্ত আজ নয় বহু আগে থেকে দুর্নীতির জাল বিছিয়েছে বলে অভিযোগ
থাকার পরও তার টিকি ছুঁতে পারেনি পুলিশ, আজ পারবে কি?
কোন মন্তব্য নেই