Header Ads

বদরপু্র-শিলচর ৩৭ নং জাতীয় সড়কে টানা ১২ ঘন্টার যানজট


শুভজিৎ রায়, পাঁচগ্ৰাম: গতকাল গভীররাতে শিলচর অভিমুখে যাওয়ার পথে বারো চাকার একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রন হারিয়ে সিদ্ধেশ্বর সংলগ্ন ঠাণ্ডাপুর জাতীয় সড়কের পাশে গ্যামন সেতুর নীচে পড়ে যায়।  এরপর থেকেই শুরু হয় পণ্য বোঝাই লরির যানজট।  টানা ১২ ঘন্টার এই যানজটে নাজেহাল অবস্থার সম্মুখীন হন যাত্রীরা।  জানা যায়, এমতাবস্থায় ১২ ঘন্টা পর ও বদরপু্র-শিলচর ৩৭ নং জাতীয় সড়ক যানজটমুক্ত করতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেয় পাঁচগ্ৰাম পুলিশ প্রশাসন। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রী সহ চালকরা।  এবং সেইসঙ্গে পাঁচগ্ৰাম থানার ওসি চিত্তরঞ্জন নাথের অকর্মণ্যতাকেও দায়ী করেন তারা।  তবে খবর পেয়ে ছুটে আসেন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাঝারুল ইসলাম লস্কর।  উনার প্রচেষ্টায় বিকেল নাগাদ সাময়িকভাবে যানজট কিছুটা মুক্ত হলেও এ খবর লেখা পর্যন্ত দূর্ঘটনাগ্ৰস্থ লরিটি সরিয়ে নিতে সক্ষম হয়নি পাঁচগ্ৰাম পুলিশ। ফলে সবমিলিয়ে আজ সকাল ৭ টা থেকে বদরপুরঘাট থেকে পাঁচগ্ৰাম পুরাতন বাজার অবধি তীব্র যানজটের মুখে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় ছোট-বড়-মাঝারি যানচালক সহ নিত্যযাত্রীদের বলে চূড়ান্ত অভিযোগ উত্থাপিত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.