Header Ads

আনন্দরাম বরুয়াকে নতুন করে আবিস্কার করেন আর্দশ শিক্ষক জহরলাল সাহা, তার সম্মান কোথায়?

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাল ছাত্রছাত্রীদের আনন্দরাম বরুয়া পুরস্কার দেবেন। শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে বেলা ১১ টায় এই অনুষ্ঠান হবে। যে অসমের এই বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দরাম বরুয়াকে নতুন করে আবিষ্কার করলেন, রাজ্যের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সেই অবসরপ্রাপ্ত শিক্ষক জহরলাল সাহাকে কি শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেনেন? নাম শুনেছেন কি? এই আর্দশ শিক্ষক তার অবসরকালীন অর্থে বিশিষ্ট পন্ডিত শিক্ষাবিদ আনন্দরাম বরুয়া নামে উদালবাক্রার পাহাড়ে স্মৃতি কেন্দ্র গড়ে তুলেছেনতার প্রতিমূর্তি স্থাপন করেছেন। তার জন্মদিন যথা সম্ভব মর্যাদা সহকারে উদযাপন করা হয়। তার নামে গ্রন্থও লিখেছেন। এই শিক্ষক বিবেকানন্দ কল্যাণ কেন্দ্র গড়ে ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পড়াশুনার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সরকারের দিক থেকে বিশেষ কোনো আর্থিক অনুদান পান না। কার্যত একাই বাঙলার সঙ্গে গভীর সম্পর্ক থাকা আনন্দরাম বরুয়ার স্মৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। শিক্ষামন্ত্রীর উচিত এই অবহেলিত শিক্ষককে উপযুক্ত সম্মান জানানো আর উদালবাক্রার স্মৃতি কেন্দ্রের উন্নয়নে আর্থিকভাবে সাহায্য করা স্থানীয় মানুষদের এই দাবি কি পূরণ করবে সরকার?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.