Header Ads

সাপ্তাহিক লকডাউন নিয়ে ধোঁয়াশায় কাছাড়বাসী : বেশি পরীক্ষার আবেদন ডিসি-র



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : আসছে শুক্রবার শেষ হবে কাছাড়ের আংশিক লকডাউন। তবে, আগামী 5 ও 6 সেপ্টেম্বর পূর্ণ লকডাউন থাকবে কি? এনিয়ে ধোঁয়াশায় রয়েছেন কাছাড়বাসী। মঙ্গলবার প্রশাসনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের জেলাশাসক জানান, আগামী শুক্রবার যথারীতি কাছাড় জিলা প্রশাসনের জারি করা আংশিক লকডাউন শেষ হবে, তবে এরপর শনি ও রবিবার সাপ্তাহিক লকডাউন থাকবে কি না তা, রাজ্যসরকারের তরফ থেকে কোন নির্দেশিকা না আসা অবধি স্পষ্টভাবে বলা যাচ্ছেনা। তাছাড়া, দিসপুর থেকে কোন নির্দেশিকা না এলে শনি ও রবিবার সাপ্তাহিক লকডাউন থাকতেও পারে বলে জানান জেলাশাসক কীর্তি জল্লি। এদিকে, শিলচর শহর এলাকায় প্রায় 26 টি কোভিড নমুনা পরীক্ষা কেন্দ্র খোলার পরও শহরের লোকজন পরীক্ষা করতে বেরিয়ে আসছেন না। এনিয়ে আক্ষেপের সুরে স্বর্বস্তরের নাগরিকদের পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে, একদিকে করোনা সংক্রমণ কমাতে প্রশাসন লকডাউন জারি করে মানুষের যাতায়াতের উপর নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা সৃষ্টি করেছে। মানুষ রাস্তায় বেরোলেই আটকাচ্ছে পুলিশ। অন্যদিকে প্রশাসনই আবার মানুষকে কেন্দ্রে গিয়ে টেস্ট করানোর জন্য আহ্বান জানাচ্ছে।  এ প্রসঙ্গে জেলাশাসক জানান, কর্তব্যরত পুলিশকে টেস্ট করানোর কথা বললে কাউকেই রাস্তায় আটকানো হবেনা। তাছাড়া, জেলা প্রশাসনের ওয়েব পোর্টাল Cacher testing clappia.com এ অনলাইনে আবেদন করেও টেস্ট করতে পারবেন নাগরিকরা, এবং সেইসঙ্গে একটি এপার্টমেন্টের আবাসিকরা একসঙ্গে 30 জন মিলে আবেদন করলে প্রশাসন টিম পাঠিয়ে লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে জানাবেন বলে জানান জেলাশাসক কীর্তি জল্লি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.