Header Ads

পাথারকান্দি রেঞ্জ এলাকায় পাঁচটি বুনোহাতিকে নিয়ে আতঙ্কগ্ৰস্ত চা বাগান ও গ্ৰামবাসী


নয়া ঠাহর প্রতিবেদন, পাথারকান্দি : পাঁচটি বুনোহাতির হানায় রাতের পর রাত আতঙ্কিত হয়ে কাটাচ্ছেন  পাথারকান্দি হাতিখিরা চা বাগানের মানুষ সহ আশেপাশের গ্ৰামের জনগণ। জানা যায়, গভীররাতে কালাবিল এলাকার পাহাড়ি জঙ্গল থেকে এই হাতির দল বাগানের 18 নম্বর সেকশন সহ 8 নম্বর এন্দুরআইল থেকে আকাইদুম এলাকায় বেশ কিছুদিন থেকেই হানা দিয়ে অনেকের বাড়ির ফসল সহ কলাবাগান বিনষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। চা বাগানবাসী সহ আশেপাশের গ্ৰামের মানুষের মতে, হাতিরা খাবারের খোঁজে লোকালয়ে এসে ব্যাপক তছনছ করেছে। ফলে ভুক্তভোগী কৃষক ও জনসাধারণের ক্ষতির সীমা নেই। তাছাড়া, হাতি আসার খবর পেলেই বনবিভাগ ও স্থানীয় জনগণের তৎপরতায় বাজি পটকা সহ আগুন দেখিয়ে হাতি তাড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়। কিন্তু এতে স্থায়ীভাবে কোন লাভ হয়না। এদিকে এই পাঁচটি বুনোহাতির মধ্যে একটি হাতি নাকি অসুস্থ অবস্থায় এন্দুরাইল জঙ্গলে ছিল, গতকাল হাতিটিকে সুস্থ অবস্থায় চলাফেরা করতে দেখা গেছে বলে বনবিভাগ সুত্রে জানা গেছে। তবে, হাতি তাড়ানোর জন্য বনকর্মচারীদের কাছে গাড়ি-ঘোড়া ও প্রয়োজনীয় সামগ্ৰীর অভাব রয়েছে বলেও জানা গেছে। তাই অবিলম্বে এই সমস্যার সমাধানে আসামের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান স্থানীয় জনসাধারণ সহ চা বাগানবাসীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.