Header Ads

পরিবারের অনুমতি ছাড়াই ধর্ষিতাকে জ্বালিয়ে দেওয়া হল, প্রধানমন্ত্রীর নির্দেশ স্পেশাল তদন্ত কমিটি গঠন যোগী আদিত্যনাথের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ ভারতে মহিলাদের কোনও নিরাপত্তা নেই, নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পর উত্তর প্রদেশের হাতরসে যে ঘটনা ঘটল তাতে নতুন করে প্রমাণ হল এই কথা। কয়েকদিন আগে এক দলিত কন্যাকে চারজন উচ্চবর্ণের যুবক অপহরণ করে ধর্ষণ করে পালায়, খুবই সংকটজনক অবস্থায় ১৯ বছরের যুবতীকে দিল্লির এক হাসপাতালে ভর্তির পর ফের তাকে দ্বিতীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হল না। তাকে বাঁচানো যায় নি। 

 

ছবি, সৌঃ আন্তর্জাল

গতকাল অর্থাৎ মঙ্গলবার মারা যান, পরিবারের অনুরোধ না মেনে উত্তর প্রদেশের পুলিশ তার মৃতদেহ গভীর রাতে তেল ঢেলে জ্বালিয়ে দেয়। জেলার ডেপুটি কমিশনার দাবি করেছেন পরিবারের অনুমতি নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু  টিভির পর্দায় দেখা গেল, ধর্ষিতার বৌদি ডিসি-র গাড়ির পিছনে পিছনে ছুটছেন, প্রতিবাদ করার জন্যে, ধর্ষিতার মা অভিযোগ করেছেন তার মেয়ের মুখটাও পুলিশ দেখতে দিল না। তাদের গ্রামের বাড়িতে মৃতদেহ আনা হল না। প্রধানমন্ত্রী এই ঘটনায় স্পেশাল তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.