Header Ads

১৬৯৪৪ জন ছাত্রছাত্রীদের হাতে আনন্দরাম বরুয়া স্মৃতি পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী


পুলিশের এস আই পদে ইন্টারভিউয়ে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না : মুখ্যমন্ত্রী

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ ও তার বেশি মার্ক পাওয়া ছাত্রছাত্রীদের হাতে বিশিষ্ট পন্ডিত শিক্ষাবিদ আনন্দরাম বরুয়া স্মৃতি পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে এক অনুষ্ঠানে ১৬ হাজার ৯৪৪ জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের পুরস্কার হিসেবে এক ল্যাপটপ কেনার জন্য ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি পুলিশের এস আই পদে ইন্টারভিউয়ের কথা উল্লেখ করে বলেন, প্রকৃত দোষী ছাড় পাবে না। ডিজিপির তদন্ত সঠিক পথে এগোচ্ছে তিনি বলেন, আগে বহু ইন্টারভিউ বাতিল হয়েছেকিন্তু তারা প্রশ্নপত্র ফাঁস হওয়ার ১৫ মিনিটের মধ্যে সরকার পরীক্ষা বাতিল করে দিয়েছেন নতুন করে ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়েছে। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভবিষ্যতে আনন্দরাম বরুয়ার মত আরও আনন্দরামের জন্ম দিয়ে রাজ্যে শিক্ষা জগতে নব জাগরণের সৃষ্টি করার আহ্বান জানান। তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে সফলতার সঙ্গে উর্ত্তীণ হওয়া ছাত্রীদের সরকার স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসমের বিশিষ্ট শিক্ষাবিদ বাণীকান্ত কাকতি স্মৃতি পুরস্কার হিসেবে আগামী ডিসেম্বর মাসে এই স্কুটি দেওয়া হবে।

আজ পর্যটন মন্ত্রী চন্দন ব্রহ্ম ও অসম পর্যটন নিগমের চেয়ারম্যান জয়ন্ত মল্ল বড়ুয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাতে ১ কোটি ৬০ লক্ষ টাকার চেক তুলে দেনমুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জটিল সময়ে এই আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.