Header Ads

বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত ছিল না, আদবানি সমেত ৩২ জন অভিযুক্ত বেকসুর খালাস

ছবি, সৌঃ আন্তর্জাল

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩০ সেপ্টেম্বরঃ দীর্ঘ ২৮ বছর আগে উত্তরপ্রদেশের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসে দেশের ধর্মনিরপেক্ষ ভাবধারার মূলে আঘাত এসেছিল। ৫০০ বছরের  মসজিদ ছিল না, মানবজাতির এক স্মৃতি সৌধ ছিল, হিন্দু মুসলিম জাত পাতের উর্দ্ধে ছিল সেই স্মৃতি সৌধ, হিন্দুত্বের পূজারীরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর দিনের আলোয় হাতে শাবল, গাইতি, লাঠি প্রভৃতি নিয়ে সুপরিকল্পিতভাবে ভারতের ধর্ম নিরপেক্ষতার গর্বকে ধুলায় মিশিয়ে দিয়েছিল। আজ অর্থাৎ বুধবার লখনৌয়ের সি বি আই-এর বিশেষ আদালত দীর্ঘ ২৮ বছর পর ২ হাজার পৃষ্ঠার ঐতিহাসিক রায় দিয়ে ৩২ জন প্রধান অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়ে বলেন- এই ধ্বংসের পিছনে কোনও পূর্বপরিকল্পনা,বা ষড়যন্ত্র ছিল না। একদল উন্মত্ত জনতা এই ধ্বংস কার্য্যে লিপ্ত হলে অভিযুক্ত বলে যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তারা ধংস কার্য্যে বাধা দেবার চেষ্টা করেছিলেন, তাই তাদের অভিযুক্ত করা যায় না। বিজেপি বর্ষীয়ান নেতা এল কে আদবানি, মুরলি মনোহর জোশি, উমা ভারতী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার প্রমুখ ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছিল, আদালত বলেছে ষড়যন্ত্রের কোনও প্রামাণ্য নথি আদালতে পেশ করতে পারে নি,যে সব ফটোগ্রাফ দাখিল করা হয়েছিল তার নেগেটিভ ছিল না। তাই অভিযুক্তরা পূর্ব পরিকল্পনামত ধ্বংস কার্যে লিপ্ত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায় নি। সব অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রমুখ এল কে আদবানীর সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.