মুর্শিদাবাদে আলকায়দার জঙ্গি ধৃত
এনআইএ সূত্রে খবর, আজ সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা
হয়। কেরলের এর্নাকুলাম থেকেও ৩ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে
এনআইএ। ধৃতদের সঙ্গে
পাকিস্তানের আল কায়দা মডিউলের যোগ রয়েছে। ওই জঙ্গিদের দেশের বিভিন্ন জায়গায়
সন্ত্রাসবাদী হামলার ছক ছিল বলে এনআইএ সূত্রে দাবি। ধৃতদের থেকে জেহাদি নথি, অস্ত্র ও বিস্ফোরক বানানোর নথি উদ্ধার হয়েছে।
সোশাল মিডিয়ায় যোগাযোগ ছিল ধৃতদের। দিল্লিতে অস্ত্র
মজুতের চেষ্টা করেছিল তারা। একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার ছকও
কষেছিল। অস্ত্র সংগ্রহে শ্রীনগরে যাওয়ার পরিকল্পনাও ছিল। পাকিস্তান থেকে আসার
কথা ছিল অস্ত্র। পাক মাটি থেকেই নাশকতার ছক কষছিল আল কায়দা। সোশাল মিডিয়ার মাধ্যমে
আরও জঙ্গি নিয়োগের চেষ্টা চালাচ্ছিল ধৃতরা,
দাবি এনআইএ-র।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেছেন
পশ্চিমবঙ্গের আইনের শাসন নেই। ভেঙে পড়েছে।
কোন মন্তব্য নেই