Header Ads

অলকা পাণ্ডেকে সংবর্ধনা রাষ্ট্রীয় জনতা দলের

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমের বিখ্যাত গায়িকা পদ্মশ্রী প্রয়াত প্রতিমা বরুয়া পাণ্ডের মেয়ে অলকা পাণ্ডেকে গত ১৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখে রাষ্ট্রীয় জনতা দল, অসম রাজ্যের কার্যালয়ের সভাপতি সোনারুল শাহ মুস্তফা সংবর্ধনা জানিয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জে ডির সাধারণ সম্পাদক আশ্রাফুল আরিফ শিকদার, সম্পাদক আব্দুল মজিদ আহমেদ, সংখ্যালঘুর সভাপতি সায়েদ আলী আহমেদ ও গুয়াহাটি থেকে আর জে ডির সভাপতি বিটুষ সিনহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.