নেতাজি অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশ সহ লালকেল্লার সামনে দেশনায়কের মূর্তি বসানোর দাবি জানালেন জয়দীপ মুখোপাধ্যায়
কলকাতাঃ নেতাজির অন্তর্ধান রহস্যের গোপন ফাইল প্রকাশ করা হলে
দেশনায়কের জন্মের ১২৫ বছরে তাঁকে বিশেষ সম্মান জানানো হবে।
তারাপীঠে পুজো দিয়ে এমনটাই বললেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড
ফোরামের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়।
আগামী তেইশে জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী। এই দিনটি কে দেশের সর্বত্র পালনের উদ্দেশ্যে আহ্বান
জানান জয়দীপ মুখোপাধ্যায়। এই বিষয়ে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিশেষ
অনুরোধ রেখেছেন।
লালকেল্লার সামনে নেতাজির একটি দীর্ঘ মূর্তি নির্মানের
মাধ্যমে নেতাজি কে সম্মান জানানোর জন্য কেন্দ্রের কাছে আবেদনও জানান জয়দীপ বাবু।
সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ বাবু বলেন,স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃত দেশনায়ক নেতাজির ১২৫ তম
জন্মজয়ন্তীর সূচনা হচ্ছে সামনের বছর থেকে।আমি কেন্দ্র ও রাজ্যর কাছে আবেদন রাখছি
যে একটি কমিটি গঠন করে সারা দেশের সাথে ব্লক স্তরেও যেন নেতাজির জন্ম জয়ন্তী
যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।সেই সাথে কেন্দ্রীয় সরকারে কাছে আবেদন রেখেছি
নেতাজি অন্তিম ফাইল প্রকাশ করা হোক।কিছু ফাইল প্রকাশ হলেও বহু ফাইল অপ্রকাশিত
রয়েছে।আন্তর্জাতিক স্তরে ফ্রান্স,রাশিয়া ও জাপান সরকারে কাছে
থাকা ফাইল প্রকাশের জন্যে আবেদন জানিয়েছি। তিনি আরো বলেছেন, “আমাদের সংগঠনের চাপে পড়ে
সরকার রাশিয়া সরকারকে চিঠি দিয়ে জানতে চেয়েছে নেতাজি অন্তিম ফাইলে কি রয়েছে।এটা
আমাদের নৈতিক জয়।আমি বই প্রকাশের মাধ্যমেও বলেছি নেতাজির অন্তিম তথ্য দিতে পারবেন
শুধু রাশিয়া সরকার। তাই এখন দেশের কোটি কোটি মানুষের দেশনায়কের অন্তিম পরিণতি
জানার জন্যে অপেক্ষায় আছি।”
জয়দীপ বাবুর কথায়,” গুজরাতে বল্লভ ভাই প্যাটেলের মত দীর্ঘ মূর্তি লালকেল্লায় নেতাজির একটি মূর্তি গঠন করতে হবে।”
কোন মন্তব্য নেই