Header Ads

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ঘটনায় এনসিবি-র হাতে গ্ৰেফতার রিয়া চক্ৰবৰ্তী

 ছবি, সৌঃ ইন্টারেনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৮ সেপ্টেম্বরঃ বলিউডের প্ৰয়াত জনপ্ৰিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ঘটনায় রিয়া চক্ৰবৰ্তীকে গ্ৰেফতার করল এনসিবি( নারকোটিক্স কন্ট্ৰোল ব্যুরো)। রিয়াকে গ্ৰেফতার করার পর বলিউডে ড্ৰাগ ব্যবহারের আরেকটা ছবি সকলের সামনে প্ৰকাশ্যে আসল। এনসিবি-র আধিকারিকদের কাছে একাধিক তথ্য রয়েছে। এনসিবি সূত্ৰের খবর সোমবার রিয়া এবং তাঁর ভাই শৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। সকাল সাড়ে ৯ টা নাগাদ শুরু হয় জেরা, জেরা চলে দীৰ্ঘক্ষণ। গত রবিবার থেকে তিন দিন ধরে রিয়া চক্ৰবৰ্তীকে জেরা করছেন এনসিবি-র তদন্তকারী আধিকারিকরা। জেরায় শেষ পৰ্যন্ত রিয়া মাদক সেবনের কথা স্বীকার করেছেন। এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা মাদক সেবন বা মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগের সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন তিনি। তিনি জানিয়েছেন- তিনি জীবনে কোনওদিন ড্ৰাগ নেননি এবং যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য তিনি প্ৰস্তুত।

এর আগে শুক্ৰবার রিয়া শৌভিকের বাড়িতে পৌঁছয় এনসিবি-র দল। তল্লাশির পর শৌভিকের ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। তল্লাশি অভিযান শেষে জিজ্ঞাসাবাদের জন্য শৌভিককে সঙ্গে নিয়েই এনসিবির অফিসে ফেরেন তদন্তকারী আধিকারিকরা। শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়। আগামি ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে এনসিবি-র হেফাজতে থাকার নিৰ্দেশ দিয়েছে আদালত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.