Header Ads

প্রতিবাদ করার কলম দাও সুধাকর

কবিতা  

আশুতোষ দাস

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
( শ্রদ্ধেয় কালজয়ী গায়ক ভুপেন হাজরিকার জন্মদিনকে মনে রখে)

এখনও যন্ত্রণায় ক্ষত বিক্ষত নিয়ত  হচ্ছি,  মুখোশের লোক,
 গিরগিটির মতন রঙ পাল্টায়,
সত্যকে মিথ্যার অভিধায় খুন করে প্রতিদিন, যেম্নি গ্যালিলিওকে খুন করেছিল, সত্য বলার জন্যই,
এ আর নতুন ঘটনা নয়,
ভেদ আর বিভাজনে, যাদের নিয়ত ধারাপাত,
তবু তার ভেতর জেনেছি তোমার মুদ্রায়,
জেগে ওঠে প্রতিবাদে কথা বলতেই হয়
প্রতিবাদে আগুনের স্ফুলিঙ্গে জ্বলছি আমি,
তাই আর আমারা পেছনে নই, আকাশের দিকে মাথা তুলে,
পালাতে পালাতে গর্জে উঠছি প্রত্যহ,
জেনে গেছি আগুনের ফুলকি আমরা কেবল জানি মানুষকেই ভালোবাসতে এখন নদী হয়েছি সমুদ্র ছুঁতে যাচ্ছি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.