Header Ads

১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন মহালয়া, দ্বিতীয় মহালয়া ১৬ অক্টোবর



নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা, গুয়াহাটি : করোনা সংক্রমণ, অতিমারী আজ বিশ্বকে গ্রাস করেছে। মানুষের মনে আনন্দ নেই। উৎসব, পূজা পার্বন সব বন্ধ। গত মার্চ মাস থেকে মানুষ ঘরবন্দী। দুর্গা পূজা  আসছে। আশ্বিন মাস এবার মলমাস। শাস্ত্র অনুযায়ী মলমাসে কোনো শুভ কাজ হয় না। সেই তিথি মানলে এবার দুবার মহালয়া। আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন মহালয়া। দ্বিতীয় মহালয়া আগামী ১৬ অক্টোবর। মা দুর্গা আসবেন কার্তিক মাসে। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আকাশ বাণী কলকাতা, গুয়াহাটি কেন্দ্র ভোরে চণ্ডী পাঠের রেকর্ডিং বাজিয়ে শোনানো হবে বলে জানা গেছে। কলকাতা কেন্দ্রে  বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের মাধ্যমে মহিষাসুরমর্দিনী সম্প্রচার করবে। আগামী ২২ অক্টোবর দুর্গা পূজা শুরু হবে। চরম আর্থিক দুরবস্থা। গুয়াহাটি, কলকাতা, আগরতলার কুমোরটুলিগুলো এবার প্রতিমা তৈরির অর্ডার কম পেয়েছে। গুয়াহাটি মহানগরে প্রায় ৫০০ দুর্গা পুজোর আয়োজন হয়ে থাকে। এবার অধিকাংশ ঘট পুজো করে নমোনমো করে পুজো সারবে। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবার কোভিভ প্রটোকল মেনে দুর্গা পূজা উদযাপন করার আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.