Header Ads

জামালপুরের সামান্য রেল কর্মচারী প্রভাতরঞ্জন সরকার আজ সারা বিশ্বে ধর্মগুরু হিসাবে স্বীকৃতি পাচ্ছেন

 


অমল গুপ্ত, গুয়াহাটি : বিহারের মুঙ্গের জেলার রেলওয়ে শহর জামালপুর এশিয়ার মধ্যে বৃহত্তম স্টিম ইঞ্জিন নির্মাণ কারখানায় একদিন অ্যাকাউন্ট পদে চাকরি করতেন। আজ বিশ্বজুড়ে খ্যাতি ধর্মগুরু প্রভাতরঞ্জন সরকারের আমাদের পরিবার তার সঙ্গে পরিচিত হওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল জামালপুরের রামপুর রেল কলোনির ৩১৭ /সি ডি নম্বর কোয়াটারে সপরিবারে থাকতেন, অনন্দ মার্গের প্রধান ওরফে প্রভাতরঞ্জন সরকার আমার দিদি-জামাইবাবু থাকতেন ৩১৯/ এ বি কোয়ার্টারে আমার জামাইবাবু বিশ্বনাথ সেন, দিদি আরুনী সেন এবং বিশ্বনাথ সেনের দাদা সুকান্তি সেন   চিফ কন্ট্রোলার অফ স্টোরের দায়িত্বে ছিলেন প্রভাতরঞ্জন বিকালে ও ভোরে সুকান্ত সেনের সঙ্গে চলে যেতেন পাহাড় তলিতে সেখানে ইংরেজদের এক সমাধি ক্ষেত্র আছে সংলগ্ন পাহাড়ের ঢালে সবুজ গালিচা গলফ কোর্স, সেখানে দুই বন্ধু মতো প্রতি দিন ধ্যান, জপ, প্রাণায়াম করতেন সেখান বাঘের সঙ্গে এক ইংরেজের প্রচন্ড লড়াই হয় দুজনই মারা যানআজও বাঘ আর ওই ব্যক্তির সমাধি আছে। মনোরম প্রাকৃতিক পরিবেশ তাল খেজুর, মহুয়া প্রভৃতি গাছ-গাছড়ার ছায়াঘন প্রান্তরে জলাশয়ে পদ্ম, শালুকের বাহার, পাহাড়ের মাথায় কালি মন্দির বা কালীপাহাড় আমরা বার বার গিয়েছি। প্রভাতরঞ্জন সরকার আর বন্ধু সুকান্ত সেন বার বার যেতেন। পাহাড়ের ঢালু ভূমি গলফ কোর্স-এর কাছে তিন-চারশো বছরের পুরনো গির্জা। প্রতি রবিবার সকালে প্রার্থনা সভা মুখরিত হয়ে উঠে আজও। আমার দিদি আরুনী সেন এশিয়ার প্রথম রেল কারখানার প্রথম মহিলা অফিস সুপারিনটেনডেন্ট পদে চাকরি করতেন। জামাইবাবু বিশ্বনাথ সেনও ওই কারখানায় চাকরি করতেন। দিদি খুব মানুদার গল্প করতেন, মানুদা ছিলেন প্রভাতরঞ্জন সরকারের এক ভাইঅপর ভাই কানাই লাল সরকারের সঙ্গে বিশ্বনাথ সেনের বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিল। দিদি আরুনী সেন গত শীতকালে চলে গেলেন আমরা তিন ভাই অরূপ, অশোক প্রভাতরঞ্জন সরকারের পাশের কোয়ার্টার নম্বর ৩১৮ তিন রাত্রি ছিলাম পাশের ঘরে প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতি ছাড়া কিছুই নেই। প্রতি বছর উৎসবের সময় দেশ-বিদেশে থেকে পর্যটকরা আসেন রেল কোয়াটারটি দেখতে। প্রভাতরঞ্জন সরকারের প্রতিষ্ঠিত অলিপুরের আশ্রমে প্রতিদিন ধর্মপ্রাণ মানুষের ভিড় থাকে। জামালপুরের বিভিন্ন সূত্রে প্রকাশ এক ব্রিটিশ পরিবারের জীবনের নানা ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন প্রভাতরঞ্জন সরকার, তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল তারপর থেকে তার জনপ্রিয়তা, খ্যাতি ছড়িয়ে পড়ে। আজ প্রভাতরঞ্জন সরকার প্রায় হাজার গানের রচয়িতা, গীতিকার, মহান ধর্মগুরু, ভাষাবিদ হিসাবে সারা বিশ্বে শ্রদ্ধা কুড়িয়ে আনছেনযিনি ছিলেন জামালপুর রেল কারখানায় এক কর্মী মাত্র। গতকাল তার জন্ম শত বার্ষিকী উদযাপন করা হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.