তরুণ গগই, প্রফুল্ল মহন্ত, সর্বানন্দ সনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মার ওপর চীনা নজরদারি
চীন সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে সংসদে জানালেন রাজনাথ
অমল গুপ্ত, গুয়াহাটি : চীন শুধু লাদাখের জমি নয়, উত্তর-পূর্বাঞ্চলের অরুনাচল প্রদেশের ৯৩ বর্গ কিলোমিটার
জমি দখল করে রেখেছে। চীন নিয়ন্ত্রণ রেখাতে সেনা মজুত করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ভালো নয়। ভারতকে সদাই সতর্ক থাকতে হবে আজ লোকসভাতে
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সতর্কবার্তা দিয়ে বলেন, ভারতও মোকাবিলা করার জন্য
প্রস্তুত। তিনি বলেন, সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সেনার পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান
জানান রাজনাথ সিং। এদিকে, চীন পাকিস্তানকে পাশে নিয়ে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে
দিয়েছে। ভারতের ১০ হাজারের বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশানা
করে অন্য মাত্রায় হাইব্রিড ওয়ারফেয়ার শুরু করে শত্রু দেশগুলোকে জব্দ করতে চাইছে। চীনের গোয়েন্দা বাহিনী, সেনা ও নিরাপত্তা
সংস্থার সঙ্গে যুক্ত জেন হুয়া ডেটাইনফর্মেসন প্রযুক্তি কোম্পানি বিভিন্ন সোশ্যাল
সাইট থেকে ভারত সহ বিদেশের বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে নজরদারি
চালাচ্ছে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মমতা
বন্দ্যোপাধ্যায়, অসমের প্রাক্তন
মুখ্যমন্ত্রী তরুণ গগই, প্রফুল্ল মহন্ত, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, মুকুট মিথি, গুয়াহাটির
প্রাক্তন মেয়র মৃগেন শাহরিয়া, অরুণাচল প্রদেশের
বহ গাঁও বুড়ো, সাংবাদিক প্রভৃতি বিভিন্ন স্তরের গুরুত্ত্বপূর্ণ
ব্যক্তিদের দিকে চীনা নজরদারি চালানোর খবরের প্রেক্ষিতে অসম পুলিশ সবার নিরাপত্তা
জোরদার করেছেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই