Header Ads

লামডিঙের পুলিশ থানার নতুন ভবন উদ্বোধন করে বাঙলি সহ সব জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী


স্বপন দাস, লামডিং :  মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল আজ লামডিং এ  পুলিশ থানার নতুন ভবন উদঘাটন করে  বাঙলি, কার্বি,সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর  মধ্যে  পারস্পরিক  সদ্ভাব সম্প্রীতি  রক্ষার আহ্বান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন সব জাতিগোষ্ঠীর  মিলেমিশে এক প্লাট ফর্ম তৈরির  চেষ্টায়    এক অপশক্তি   ব্যাঘাত সৃষ্টি করতে চাইছে। তিনি বিজেপি বিধায়ক শিবু মিশ্রের প্রশংসা করে বলেন,তিনি ভালো কাজ করছেন।  ডি জি পি ভাস্কর জ্যোতি মহন্ত   লামডিং থানার   ইতিহাস তুলে  বলেন,1959 সালে  লামডিং থানা স্থাপিত হয়েছিল,  সরকারের মৈত্রী প্রকল্পের অধীন  রাজ্যে 73 টি থানা ভবন নির্মাণ করা হয়।  লামডিং এর নতুন ভবনে  

ভিডিও কনফারেন্সের সুব্যবস্থা আছে। মুখ্যমন্ত্রী লামডিঙের  জাগ্রত   শীতলা বাড়ি তে গিয়ে শ্রদ্ধা তর্পণ করেন,নামঘরেও গিয়েছিলেন। লামডিং বাসী  আশা করেছিলেন লামডিঙের  নানা জ্বলন্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী আলোকপাত করবেন। তার সংক্ষিপ্ত ভাষণে কিছু উল্লেখ করেন নি। আজকের অনুষ্ঠানে শিবু মিশ্র  

শিলাদিত্য দেব, রূপক শর্মা, ডিমেশ্বর দাস প্রমুখ বিধায়ক ছাড়াও প্রাক্তন বিধায়ক  সুশীল দত্ত, এস পি  অঙ্কুর জৈন, ডেপুটি  কমিশনার সাদমাক সিং,  নুমলিগর শোধনাগারের প্রধান রূপক গোস্বামী, থানার ওসি  অশোক সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.