Header Ads

সরকারি নিয়ম নীতি না মেনে ডিমা হাসাও জেলায় চলছে প্রাইভেট টিউশন

বিপ্লব দেব, হাফলং ১ সেপ্টেম্বরঃ অতিমারি করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে সমগ্র ভারতবর্ষে স্কুল কলেজ কোচিং ক্লাস প্রাইভেট টিউশন বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সরকার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করোনা ভাইরাসের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে স্কুল কলেজ কোচিং ক্লাস, প্রাইভেট টিউশন বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে। কিন্তু ডিমা হাসাও জেলায় কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ শিক্ষক ছাত্র ছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা না করে দিব্বি প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছে কিন্তু অভিযোগ মতে অনেক শিক্ষক রয়েছেন তারা নিজেরা কোভিড টেস্ট না করেই এভাবে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। যার দরুন করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

 প্ৰতীকী ছবি, ইন্টারনেট


 কেন্দ্রীয় সরকার যেখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে স্কুল কলেজ কোচিং ক্লাস প্রাইভেট টিউশন বন্ধ রেখেছে। এবং দেশের বিভিন্ন প্রান্ত সহ রাজ্যে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছেন কিন্তু ডিমা হাসাও জেলায় শুধু টাকা রোজগারের জন্য একাংশ শিক্ষক শিক্ষিকা কোভিড প্রটোকল না মেনে ও সরকারি নিয়ম নীতি উলঙ্ঘন করে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা না করেই গত জুলাই মাস থেকে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে বলে অনেকে অভিযোগ তোলেন। তবে এভাবে সরকারি নীতি নির্দেশিকা অমান্যকারী শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলা আইনের অধীনে জেলাপ্রশাসন বিহিত ব্যবস্থা গ্রহণ করতে অনেকে দাবি জানিয়েছেন। তাই এবার জেলা প্রশাসন এসব শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.