Header Ads

অতিমারি কোভিড-এর কারণে ডিমা হাসাও জেলায় বারোয়ারি পুজো আয়োজনের অনুমতি নেই প্রশাসনের

বিপ্লব দেব, হাফলং ১ আগস্টঃ  শারদীয় দুর্গোৎসব সমাগত আর এই উৎসব হচ্ছে বাঙালির প্রধান উৎসব। কিন্তু কোভিড ১৯-য়ের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে ডিমা হাসাও জেলায় এবার বারোয়ারি পুজো অনুষ্ঠিত করার অনুমতি নেই জেলাপ্রশাসনের।

 মঙ্গলবার আসন্ন শারদীয় দুর্গোৎসব নিয়ে হাফলং জেলাশাসকের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় হাফলঙের সব পুজো কমিটির একজন সদস্যকে ডাকা হয় জেলাপ্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক পল বরুয়ার পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় কোভিড ১৯ অতিমারির মধ্যে কিভাবে কোভিড প্রটোকল মেনে পুজো সম্পন্ন করা যায় এনিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে কোভিড ১৯ রোগের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে হাফলং শহরে বারোয়ারি পুজো করার অনুমতি নেই জেলাপ্রশাসনের। এবার শুধু কোভিড প্রটোকল মেনে হাফলং শহরে যে সব মন্দিরে দুর্গাপুজো করা হয় সে গুলিতে শুধু পুজো আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া হাফলং শহরের রেল কলোনীতে হয়ে আসা পঞ্চাশ বছরের বেশী সময় ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত করার অনুমতি দেওয়া হয়েছে । তবে কোভিড প্রটোকল ও সরকারি নীতি নির্দেশিকা মেনে ও স্বাস্থ্যবিধি মেনেই পুজোর আয়োজন করতে হবে। এদিকে হাফলং শহরের মেন রোড সংলগ্ন মা শক্তি দুর্গা পুজো কমিটি কোভিড ১৯ রোগের ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে এবার পুজো আয়োজন করবেনা বলে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কারণ হাফলং শহরের বিগ বাজেটের পুজো বলতেই মা শক্তি দুর্গাপুজো কমিটি এবং প্রতিবছরই এই পুজোতে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। তাই এবছর পুজো আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ওই পুজো কমিটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.