Header Ads

বাঘজান তেলকূপ নিভে যাওয়ার পর আবার বিস্ফোরণ



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : তিনসুকিয়া জেলার ডুমদুমা থানার অধীন বাঘজান নম্বর তেলকূপ নিয়ন্ত্রণ করা সম্ভব হল। ১০৪ দিন বাদ আজ সকাল ৯.৩০ মিনিটে কূপ থেকে গ্যাস তেল নির্গত বন্ধ হয়েছে। পুরোপুরি নির্বাপিত হয়েছে। ১০৪ দিন পূর্বে কূপটিতে বিস্ফোরণ ঘটেছিল  কানাডা সিঙ্গাপুরের তেল বিশেযজ্ঞ সহ প্রায় ১০০ জন অয়েল ইন্ডিয়ার কর্মী রাতদিন কাজ করেন কানাডার দুই ইঞ্জিনিয়ার দুর্ঘটনার কবলে পড়েছিলেন  আহত হয়েছিলেন ফায়ার বিগ্রেডের দুই কর্মী প্রাণ হারান। বিস্ফোরণের ফলে তিন শতাধিক গ্রামবাসীকে ঘর ছাড়া হতে হয়। ক্রমাগত তেল গ্যাস নির্গমনের ফলে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ে। বুনো ঘোড়ার জন্যে বিখ্যাত ডিব্রু সাইখোয়া অভয়ারণ্যে বিরূপ প্রভাব পড়ে  ডিব্রু নদীর ডলফিনের মৃত্যু হয়  নদ-নদী নালাতে নির্গত তেল মিশে জল দূষিত হয়ে পড়ে। জুন মাস থেকে পরিবেশ দূষণ নিয়ে সরকার এক সমীক্ষা চালায়  অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানান, নির্গত গ্যাস বার করে নেওয়ার ফলে আগুন নেভানো সম্ভব হয়। ওই অঞ্চলে আরও তেল কূপ আছেতা চালুআবার অন্য কূপে বিস্ফোরণের সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন আশংকা প্রকাশ করা হয়েছিল, তাই হল। ৫ নম্বর তেলকূপ রাতের দিকে পুনরায় তেল গ্যাস নির্গত শুরু হয় অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ হতাশ হয়ে হাত গুটিয়ে বসে পড়েন। তেলকূপ নিভে গেছে বলে খবর লেখার পর বাঘজান থেকে খবর আসে আবার বিস্ফোরণ আবার তেল গ্যাস নির্গত শুরু হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.