Header Ads

চলে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক নন্দলাল নাথ

 নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর, ১৩ সেপ্টেম্বরঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক নন্দলাল নাথ লোকান্তরিত হলেন। গতকাল অৰ্থাৎ শনিবার গুয়াহাটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক কার্যালয়ে সন্ধ্যে ৬ টা ৫৫ মিনিটে হঠাৎ শরীর খারাপ হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে বয়স ছিল ৭৮  বৎসর। তাঁর আদি বাড়ি কাছাড়ের নরসিংপুর গ্রামে। ১৯৫৮ সাল থেকে সঙ্ঘের সঙ্গে জড়িত হন এক স্বয়ংসেবক রূপে। 
 তিনি রাষ্ট্রহিতে সংঘের পূর্ণকালীন প্রচারক হিসেবে যোগ দেন ১৯৭৪ সালে। সংঘের প্রচারক রূপে তিনি রাষ্ট্রসেবা কার্য্যে পুরো জীবন নিয়োজিত ছিলেন। তিনি বনবাসী কল‍্যান আশ্রম ও বিশ্বহিন্দু পরিষদেরও দায়িত্ব পালন করেন। সঙ্ঘের সূত্রে জানা গেছে, রবিবার তাঁর পিতৃভিটে নরসিংপুর গ্রামে শেষকৃত্য। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে গুয়াহাটি তথা বরাকের সঙ্ঘ পরিবার মুহ‍্যমান হয়ে পড়ে। তাঁর মৃত্যুতে  বরিষ্ঠ প্রচারক রাম সিং মহাশয় ও প্রখ্যাত আন্তর্জাতিক সাংবাদিক তথা ‘নয়া ঠাহর’এর জাতীয় পরামর্শদাতা সম্পাদক রত্নজ‍্যোতি দত্ত গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে বিদেহী আত্মার শান্তি  কামনা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.