বই উন্মোচন
নয়া ঠাহর প্রতিবেদন, ২১ সেপ্টেম্বরঃ মহানগরের পাণ্ডুর আমেরিকান কলোনির পূজা মণ্ডপের সভাগৃহে আজ বিশ্বজিৎ ঘটকের ‘একটি শিশির বিন্দু’ শীর্ষক গল্পের বই রিলিজ হয়েছে। বইটি উন্মোচন করেছেন রবীন্দ্ৰ বিশেষজ্ঞ ড০ ঊষারঞ্জন ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন লেখক বিশ্বজিৎ ঘটক, বিশিষ্ট লেখক শ্যামল বিশ্বাস, বিশিষ্ট নাট্যকর্মী শক্তিময় কাঞ্জিলাল, প্ৰবীণ সাংবাদিক উদয়ন বিশ্বাস এবং নীতিশ ঘটক প্ৰমুখ।
কোন মন্তব্য নেই