Header Ads

বিজেপি থেকে আবার বদরপুরে দীপক দেবকে টিকিট প্রদানের দাবি!

 


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ বদরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির বৈষম‌্যমূলক নীতির শিকার হয়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন বদরপুরের ভারতীয় জনতা পার্টির নেতা দীপক দেব। বদরপুরের প্রবীণ কর্মী বিজেপিতে বৈষম্যতার শিকার হচ্ছেন বলে অভিযোগ উত্থাপিত হয়। বদরপুর বিধানসভা বর্তমানে জরাজীর্ণ সমস্যার ঘেরাটোপে পরিণত। অন্যদিকে জিলা বিজেপির বৈষম্যমূলক নেতৃত্বে প্রায় এক প্রকার প্রশাসন যন্ত্রে প্রহসন পরিলক্ষিত হচ্ছে বলে তীব্র সমালোচনা করেন বিজেপির নেতা দীপক দেব। বর্তমানে ড্রাগস মাফিয়াদের তাণ্ডবলীলা সহ রাস্তাঘাট-পানীয় জল ইত্যাদি সমস্যায় নাজেহাল জনগণের জন্য একমাত্র দায়ী সরকারের আমলারা এবং ভূল নেতৃত্ব! তারসঙ্গে দায়ী বিধায়ক জামাল উদ্দিন চৌধুরী। এমনটাই তোপ দাগলেন এক সাংবাদিক সম্মেলন ডেকে পুর খাওয়া নেতা দীপক দেবসহ কর্মী সমর্থকরা। এদিকে, বদরপুরে এবার উড়ে এসে জুড়ে বসার বিরুদ্ধে তীব্র কঠোরতা অবলম্বন বিজেপির। একটি অংশের আভ্যন্তরীণ মহলে এনিয়ে রীতিমতো শুরু হয়ে গেছে অন্তর্কোন্দল লড়াই। বদরপুরের স্থানীয় প্রার্থী তথা বিজেপির পক্ষকালের ভূমিপুত্র দীপক দেবকে ফের প্রার্থী করার দাবিতে সোচ্চার হলেন বিজেপির যুব ব্রিগেড। তবে বদরপুরের যুব সমাজ তথা বিজেপি যুব মোর্চা কর্মকর্তাদের পাখির চোখ বদরপুরের আসনে পদ্মফুল ফুটানো। তাই এবার একই আওয়াজ উঠেছে বিজেপির পুর খাওয়া নেতা দীপক দেবকেই পুনরায় প্রার্থী চয়ন করতে হবে তাহলে বিজেপির জয়জয়কার সুনিশ্চিত বলে দাবি তুলেছেন। দীপক দেব বিজেপি সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিয়ে বৈষম্যমূলক আচরণের লাগাম টানতে বিজেপির দলীয় সভাপতি সহ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও অন্যান্য নেতৃবর্গের হস্তক্ষেপ কামনা করেন বদরপু্র বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জয়জীৎ চৌধুরী, পিনাক পানি দাস, সুনির্মল দাস, সব্যসাচী দাস, নয়ন দাস সহ অনেক প্রবীণ কর্মী ও যুব প্রজন্মরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.