Header Ads

স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ পি পি ই কিট পরে ঝুঁকি নিয়ে জি এম সি-তে কোভিড আক্রান্তদের স্বাস্থ্যর খবর নেন


 

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে ক্রমাগতভাবে কোভিড সংক্রমণ বেড়ে চলেছে এবার ১২ বছর পর্যন্ত শিশুরাও আক্রান্ত হচ্ছে  রাজ্যের শত শত কোভিড যুদ্ধের সেনানী ডাক্তার নার্স আক্রান্ত হয়েছেন। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মহেন্দ্র মোহন হাসপাতালে বহু শিশু চিকিৎসাধীন। ইতিমধ্যে জন শিশু মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাজ্যে দেড় লক্ষ ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা 


গত ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে গত চারদিনে ৭৫ জন কোভিড-১৯ রুগী মারা গেছে। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২৩২ জন  আজ পি পি ই কিট পড়ে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি এম সি-র কোভিড রুগীদের পাশে গিয়ে  তাদের বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রী বলুন আপনাদের অসুবিধা কি হচ্ছেঅত্যন্ত ঝুঁকি নিয়ে তিনি রুগীদের পাশে গিয়ে দাঁড়ানপ্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আজও কোভিড আক্রান্ত হয়ে জি এম সি তে চিকিৎসাধীন হয়ে আছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.