Header Ads

নাগরিকত্ব আইন লাগু হওয়া সত্ত্বেও বরাকে বাঙালি হিন্দুদের বিরুদ্ধে বিদেশি নোটিশ ইস্যু করা হচ্ছে : বরাক ভ্যালি হিউম্যান রাইটস কমিটি

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : জাতীয় নাগরিকপঞ্জী রূপায়ণের নামে ১৬০০ কোটি টাকা খরচ করে ৫৫ হাজার কর্মচারী নিয়োগ করে লক্ষ লক্ষ বিদেশিকে ভারতীয় করা হল প্রকৃত লক্ষ লক্ষ ভারতীয় নাগরিককে বিদেশি করা হল প্রধান অভিযুক্তকে ধরা ছোঁয়ার মধ্যেই আনা হলো না পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হল। ১৯ লক্ষ মানুষের নাম তালিকা থেকে কেটে ফেলা হল। অধিকাংশ ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা বিগত নির্বাচনে বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছেন তারা আজ সন্দেহজনক বিদেশি। এই তালিকা শাসক দল বিজেপি মানছে নাতারা সীমান্ত জেলাতে ২০ শতাংশ এবং অন্য জেলাতে ১০ শতাংশ হারে সমীক্ষা করে নাম বাদ দিয়ে নতুন করে এন আর সি তৈরির জন্য সুপ্রিমকোটের কাছে আবেদন করেছে। লকডাউনের ফলে বিদেশি ট্রাইব্যুনালের কাজ বন্ধ। মারণ রোগ করোনা উদ্ভূত পরিস্থিতিতে সবাই ঘর বন্দিকিন্তু বিজেপি সরকারের বাঙালি হিন্দু বিরোধী চক্র কিন্তু হাত গুটিয়ে বসে নেই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হলেও বাঙালি হিন্দুদের বিদেশি নোটিশ দেওয়া বন্ধ হয়নি। বরাক ভ্যালি হিউম্যান রাইট প্রোটেকশন কমিটি গতকাল অভিযোগ করেছে, কয়েকদিনের মধ্যে কাছার জেলার কাটিগড়ার সুশীল মালাকার, মঞ্জুরানী মালাকার, আরতি মালাকার, শিলচরের প্রমীলা দাস ও শ্যমলাল দাসের নামে বিদেশি নোটিশ ইস্যু করা হয়েছে। এই কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী নীলাদ্রি রায় বলেন, নাগরিকত্ব আইনটি লাগু হওয়ার পর বিদেশি নাগরিকত্ব নিয়ে বিদেশি নোটিশ ইস্যু করা যায় না। অথচ বরাকে বিদেশি নোটিশ ইস্যু করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.