Header Ads

পুলিশ রিক্রুটিং বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান পদে ডিজিপি ভাস্করজ্যোতি মহন্তকে বসানো হল, ২০ নভেম্বরের মধ্যে এস আই পদের ইন্টারভিউ সম্পূর্ণ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত আজ বলেন, পুলিশের এস আই পদে দুর্নীতির তদন্ত সঠিকভাবে এগোচ্ছে এপর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন ডিআইজি পি কে দত্ত এবং দিবন ডেকা এই দুজন প্রধান অভিযুক্তকে আজও গ্রেফতার করা যায়নি। প্রধান অভিযুক্ত দত্তর গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, মুম্বাইয়ের আন্ধেরিতে বিশাল সম্পত্তি আছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ধুবড়িতে বলেছেন, আগামী ২০ নভেম্বরের মধ্যে পুলিশের এস আই পদের ইন্টারভিউ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ রিক্রুইটেটিং বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমারের পদত্যাগের পর আবার তাকেই নতুন করে পুলিশ রিক্রুইটেটিং বোর্ড পুনর্গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর রিক্রুইটেটিং বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ডিজিপি ভাস্করজ্যোতি মহন্তকে। এডি জি পি হরমিত সিঙকে মেম্বার সেক্রেটারি পদে বসানো হয়েছে। এ ডি জি পি এল আর বিশ্নোই এবং আই জি পি হিরেন নাথকে কমিটির মেম্বার পদ দেওয়া হয়েছে। এই ইন্টারভিউ সম্পূর্ণ নিরপেক্ষ তা বজায় রেখে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.