ধলায় পাঁচ বাঙালি হত্যাকাণ্ডের আজও অপরাধীরা গ্রেফতার হল না
গুয়াহাটীঃ অবশেষে আসামের তিনসুকীয়া জেয়ার
বরডুমসায় পুলিশ অফিসার ভাস্কর কলিতার হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারীদের শাস্তির পথ
প্রসত্ব হল। গোয়েন্দা সংস্থার এই সাফল্যতে
সংস্থাটিকে অভিনন্দন জ্ঞাপন করেছেন সারা অসম বাঙালি ঐক্যমঞ্চের কেন্দ্রীয়
উপদেষ্টা গৌতম দত্ত৷ নয়া ঠাহরের প্রতিবেদকের সাথে টেলিফনিক বার্তায় শ্রী দত্ত
দুঃখ প্রকাশ করেন যে তিনসুকীয়া জেলার ধলায় পাঁচ নিরীহ
বাঙালির হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারীরা আজও স্বাধীন হয়ে ঘুরেবেড়াচ্ছে"? কোকরাঝার জেলার সেরফাংগুরির অপহৃত
বাঙালি যুবক প্রদীপ শীলের আজ প্রায় এক বৎসর অতিক্রম করলো কিন্তু আজ পর্যন্ত অপহৃত শীলের কোনো খবর নেই, শুধুমাত্র
বাঙালি বলেই কি?
অথচ সরকার রাজ্যে শান্তি ও
বাঙালিদের নিরাপত্তার ফাটা ঢোল বাজানোতেই ব্যস্ত! ধলার হত্যাকাণ্ড ও প্রদীপ
শীলের অপহরণ কান্ডের সুবিচার চেয়ে সারা অসম বাঙালি ঐকমঞ্চ ইতিমধ্যে রাজ্যপাল মহোদয়ের দারস্ত হয়েছে বলে জানান
কেন্দ্রীয় উপদেষ্টা গৌতম দত্ত এবং এখন অপেক্ষা ন্যায় প্রাপ্তির।
কোন মন্তব্য নেই