Header Ads

পুলিশের এস আই পদের ইন্টারভিউতে প্রশ্নপত্র ফাঁস, মুখ্যমন্ত্রী দিল্লি থেকে অপরাধিদের গ্রেফতারের নির্দেশ দিলেন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম পুলিশ পদে ইন্টারভিউয়েরও প্রশ্নপত্র ফাঁস এর আগেও পুলিশের সাব ইন্সপেক্টর পদের ইন্টারভিউ বাতিল হয়ে যায়। রবিবার অসম পুলিশের এস আই পদে হাজার হাজার যুবক-যুবতী রাজ্যের জেলাগুলোতে ইন্টারভিউর লিখিত পরীক্ষায় বসেছিলেন। ৫৯৭টি পদে এই ইন্টারভিউ শুরু হওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তাই লিখিত পরীক্ষা বাতিল দেখা যায় মোবাইল মোবাইলে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। অসম পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ড এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়। পুলিশের মধ্যে ঘুঘুর বাসা ভাঙতে ব্যর্থ হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল দিল্লি থেকে ডিজিপি ভাস্করজ্যোতি মহন্তকে কড়া নির্দেশ দেন অপরাধীদের গ্রেফতার করার জন্যে, ডি জি পি এই ঘটনায় তদন্ত শুরু করেছেন সি আই ডি আজ এফ আই আর দায়ের করেছে ১৫৪টি সেন্টারে এই পরীক্ষা শুরু হয়েছিল অসম পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ড জানিয়েছে আগামী এক মাসের মধ্যে নতুনভাবে ইন্টারভিউ নেওয়া হবে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। এর আগে এপি ডি সি এল ইন্টারভিউ নামে প্রহসন, আজও ফলাফল প্রকাশ করা হয়নি। পুলিশের এস আই পদে পরীক্ষার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেবা কার্যালয়ের এক অফিসার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হন স্বয়ং মুখ্যমন্ত্রীর বিভাগ পুলিশ বিভাগের দুর্নীতি, ইন্টার ভিউর নামে প্রহসন বিজেপি সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বলে সাধারণ মানুষের অভিমত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.