Header Ads

রিয়া, কঙ্কনা কাণ্ডের পর পায়েল ঘোষ মি টুর শিকার হলেন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সিনেমা জগতে মি টু-র ঝড় আজও থামেনি পাঁচ বছর আগের এক ঘটনা তুলে ধরে অভিনেত্রী পায়েল ঘোষ এক টুইট করে সিনেমা পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলেন। টুইট বার্তায় অভিযোগ অনুরাগ তাকে যন্ত্রণাদায়ক রাত বাস করতে বাধ্য করেছে। এই অভিযোগ অস্বীকার করে অনুরাগের প্রশ্ন এত বছর পরে কেন অভিযোগ করা হল? মহিলা কমিশনের সভানেত্রী রেখা শর্মা জানান, গুরুতর এই অভিযোগ পাওয়ার পর পুলিশকে জানানো হবে। আরেক অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত পায়েল ঘোষকে সমর্থন করে অপরাধীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। হলিউড জগতে মাদক দ্রব্যের হাতছানি, বিশিষ্ট অভিনেতা সুশান্ত সিং-এর সঙ্গে মাদক যোগের অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিককে গ্রেফতার করা হয়। আজও সুশান্ত সিংয়ের মৃত্যুর কিনারা হয়নি। কঙ্কনার বিরুদ্ধেও মাদক গ্রহণের অভিযোগ আছে। তার সঙ্গে মহারাষ্ট্র সরকারের তীব্র কাজিয়া চলছে। সি আই ডি, সি বি আই প্রভৃতি তদন্তকারী সন্থা মাঠে নেমেছে এই দেশে শিব রাত্রির সময়, হোলির সময় যে পরিমাণ গাঁজা,  ভাঙ, চরস, মদ হেরইন প্রভৃতি ব্যবহার হয়,  তার রেকর্ড ভাঙতে পারবে না কেউ সুন্দরী মহিলাদের মুখমন্ডল এসিড দিয়ে পুড়িয়ে দিতে এসিডের অভাব ঘটে না। কেউ গ্রেফতার হয় না যৌননির্যাতন নতুন ঘটনা নয়, পায়েল ঘোষরা যতই অভিযোগ করুন না কেন আইন আদালত পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতিরাও প্রশ্ন তুলেছেন। সমাজের অর্ধাকাশ মহিলাদের নিরাপত্তা আজও প্রশ্ন চিহ্নের মুখে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.