Header Ads

বাবুর বাজারে অবৈধ কাঠ জব্দ



অনিতা পাল, কালাইন : বিহাড়া বন বিভাগ শনিবার সকাল ৬ টায় গোপন সুত্রে খবর পেয়ে বাবুর বাজার হারাঙ নদীর ঘাট থেকে 30/35 সিএফটি অবৈধ কাঠ জব্দ করে। এই কাঠ গুলো নূনছড়ি জঙ্গল থেকে অবৈধভাবে চিরে নিয়ে আসা হচ্ছিল। বন বিভাগের কর্মীদের আসার খবর পেয়ে অবৈধ কাঠের মালিকরা গা ঢাকা দেয়। এই কাঠ ধরতে বিহাড়া বন বিভাগের কর্মীদের মধ্যে ফরেষ্টগার্ড মুশলে উদ্দিন চৌধুরী,প্রদীপ রঞ্জন দাস ও সহকর্মি আফজল হোসেন বড়ভূইয়া, কৌশিক পাল ও আশু রায় প্রমুখ । ঐ অবৈধ চিরাকাঠ জব্দ করেন কালাইন রেঞ্জার  ফরেষ্টার ভোলানাথ পুরকায়স্থ । প্রায় 30/35 সিএফটি অবৈধ চিরাকাঠ জব্দ করে অফিসের হেপাজতে আনা হয় বলে বিভাগিও সূত্রে জানা গেছে। স্থানীয় পরিবেশপ্রেমক জনগণ বিহাড়া বন বিভাগকে ধন্যবাদ জানান অবৈধ কাঠ জব্দ করার জন্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.