Header Ads

এই আর্থিক অনটনের মধ্যে হিমন্ত ১০ হাজার কোটি টাকার পরিকাঠামো গড়ার কথা জানান

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের অর্থনীতি তলানিতে জিডিপি ২৩ শতাংশের নীচে নেমে গেছে। নির্বাচন আসছে তাই নির্বাচনী টোপ দিতে ঘোষণার পর ঘোষণা করে চলেছেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প কথা ঘোষণা করেন। টি মহিলা কলেজে, টি ডিগ্রি কলেজে, ১০ টি আইন কলেজ স্থাপন ছাড়াও চড়াই দেওবিশ্বনাথ ও গোয়ালপাড়াত মেডিক্যাল কলেজ স্থাপন করার কথ্য জানান। গুয়াহাটিতে এম এম সি মেডিক্যাল কলেজে এবং বিরুবাড়ির টি বি হাসপাতাল দুটিকে মিলে পূর্ব ভারতের বৃহত্তম মেডিক্যাল কলেজ স্থাপনে সরকার উদ্যোগ গ্রহণ করেছে ১৩০০ বেডের হাসপাতাল হবে। তিনি জানান, তিনটি জেলার মেডিক্যাল কলেজের জন্যে ২৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে টি মহিলা কলেজের জন্যে ৩০০ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। আইন কলেজের জন্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, ৫০ হাজার পদে নিযুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.