কৃষি বিলের বিরুদ্ধে দেশ জুড়ে কৃষকদের প্ৰতিবাদ
নয়া ঠাহর প্ৰতিবেদন, গ্ৰেটার নয়ডা, ২৫ সেপ্টেম্বরঃ কৃষি বিল নিয়ে শুক্ৰবার সারা দেশে রীতিমতো হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়। পঞ্জাব, হরিয়াণা এবং উত্তরপ্ৰদেশ সমেত দেশের বিভিন্ন জায়গা থেকে কৃষক সংগঠনগুলো শুক্ৰবার দেশ ব্যাপী ভারত বন্ধের ডাক দিয়েছিল। সেইমতে এদিন দেশের বিভিন্ন জায়গায় কৃষকরা কেন্দ্ৰ সরকারের গৃহীত কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভে সরব হন।
কৃষকদের ভিড়ে পরিবেশ এতোটাই উত্তাল হয়ে ওঠে যে পঞ্জাব-হরিয়াণার সীমান্ত এলাকা ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়। কোনও ধরনের যানবাহন যাতায়াত করতে দেওয়া হয় না। সদ্য গৃহীত কেন্দ্ৰ সরকারের কৃষি বিলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান তুলে তারা সরব হন। পঞ্জাব হরিয়াণা ছাড়াও বিক্ষোভের প্ৰভাব পড়েছে কর্নাটক, মহারাষ্ট্ৰ, বিহারেও। এদিন সারা দেশে কৃষকরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় সড়ক, রেললাইন, পথ অবরোধ করে এই বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ জানিয়েছেন কৃষকরা।
পশ্চিম উত্তরপ্ৰদেশের বিজনৌর, মজফ্ফরনগর, শামলি, সাহারনপুর, গাজিয়াবাদ, নয়ডা, মোরাদাবাদ, শাহজাহাপুর, রামপুর, আগরা, মথুরা, আলিগড় এলাকায় বিক্ষোভের প্ৰভাব পড়েছে। বারতীয় কিষান ইউনিয়ন দেশের অন্যান্য কৃষক সংগঠনের সঙ্গে মিলে এদিন বিক্ষোব প্ৰদর্শন করে। কংগ্ৰেস সমেত দেশের বেশিরভাগ বিরোধী দলের নীতিগত সমর্থন রয়েছে কৃষকদের এই বিক্ষোভে।
কোন মন্তব্য নেই