Header Ads

করোনায় আক্ৰান্ত ডিমা হাসাওয়ের জেলাশাসক পল বরুয়া

বিপ্লব দেব, হাফলং ৩ সেপ্টেম্বরঃ ডিমা হাসাও জেলার জেলাশাসক পল বরুয়া কোভিড-১৯ য়ে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ডিমা হাসাও জেলাশাসকের দেহে কোভিড ১৯ -য়ের উপস্থিতি ধরা পরেছে। গত তিন চার দিন থেকে অসুস্থতা বোধ করছিলেন জেলাশাসক পল বরুয়া। যার দরুন তিনি কোভিড পরীক্ষা করান তারপরই এদিন তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শরীরে কোভিড ১৯-য়ের সব ধরনের উপসর্গ রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে। 

এদিন বিকেলেই বরুয়াকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। এদিকে তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পরই জেলাশাসকের কার্যালয় সমেত জেলাশাসকের সরকারি বাসভবন স্যানিটাইজ করা হয়। এদিকে ডিমা হাসাও জেলায় কোভিড ১৯ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫০৩। এর মধ্যে ৩২৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে হাফলং সরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে ৯৮ জন রোগীর চিকিৎসা চলার পাশাপাশি জেলার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮০ জন রোগীর চিকিৎসা চলছে। এদিকে ডিমা হাসাও জেলায় সাধারণ মানুষ কোনও ভাবেই সরকারি নীতি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। প্রকাশ্য স্থানে মাস্ক না পরেই অবাধে চলাফেরা করছে একাংশ বিবেচকহীন মানুষ। ফলে পাহাড়ি জেলায় দ্রুত হারে কোভিড ১৯-য়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। একমাত্র সজাগতার অভাবের জন্যই এভাবে ডিমা হাসাও জেলায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.