উমরাংশুতে পর্যটনের নবতম সংযোজন মিয়ুংমা দাওগা জলপ্রপাত!
নয়া ঠাহর প্রতিবেদন, হাফলং : বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত
পরিষদ জেলার সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতি বদ্ধ। সে পর্যটন হোক বা পথঘাট বা
স্বাস্থ্য খণ্ড। রবিবার উন্নয়নের পরম্পরা ধরে রাখতে গিয়ে পর্যটনের প্রসারে একের
পর এক নতুন জলপ্রপাতের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আর এতে মাইবাং ডিদাওদীপ
জলপ্রপাতের পর রবিবার ডিমা হাসাও পর্যটনের মানচিত্রে নতুন করে সংযোজিত হলো মিয়ুংমা
দাওগা নামের নতুন জলপ্রপাত। এদিন এই জলপ্রপাত জনগণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে
দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদ প্রধান
দেবোলাল গার্লোসা। ছাড়া ইএম স্যামুয়েল চাংসান,ইএম এল দার্নে,ইএম নাম্রোথাং মার, ইএম বিশ্বজিৎ দাউলাগুপু, ইএম গলঞ্জয় থাওসেন, পরিষদ সদস্য নজিত কেম্প্রাই, প্রজিত সোজাই, বিজিত লাংথাসা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিষদের অধ্যক্ষা রানু লাংথাসার পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় সিইএম গার্লোসা বলেন
যে মাত্র পঁচিশ দিনের মধ্যেই এই সুন্দর জলপ্রপাত জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা
সম্ভব হয়। এরজন্য বনবিভাগের প্রশংসা করেন। তিনি বলেন
রাজ্যের অন্যতম সেরা পর্যটন স্থল ডিমা হাসাওকে প্রকৃতি উজাড় করে দিয়েছে।
কিন্তু এর আগে পার্বত্য পরিষদ কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু বর্তমান বিজেপি শাসিত
রাজ্য সরকার প্রত্যক্ষ সহযোগ করছে। গার্লোসা স্পষ্ট করে দিয়ে কোনো অপশক্তি ডিমা
হাসাওর উন্নয়ন রুখতে পারবে না। বরং পার্বত্য
ডিমা হাসাওকে রাজ্যের অন্যতম সেরা পর্যটন স্থান হিসাবে গড়ে তোলাই হবে
অন্যতম লক্ষ্য। এদিন কোভিড প্রোটোকল বজায় রেখে অনুষ্ঠিত সভায় অন্যান্য ইএমরাও
নিজ নিজ বক্তব্য রাখেন। তাঁদের মতে সিইএম গার্লোসার নেতৃত্বে শুধু পর্যটন নয়।
শিক্ষা কৃষ্টি সংস্কৃতি, ক্রীড়া বা স্বাস্থ্য খণ্ডের উন্নয়নের
পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির ধারা অটুট রেখে এই পরিষদ কাজ করছে।
যেখানে প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বের অবিরত
প্রয়াস জেলাকে এগিয়ে নিতে সাহায্য করছে। পার্বত্য পরিষদের অবিরত প্রয়াসকে
সাধুবাদ জানানোর পাশাপাশি অতিথিদের স্বাগত জানান চিফ কনজারভেটার অফ ফরেষ্ট এম
থুঙ্গুং।
কোন মন্তব্য নেই